বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। রোববার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।
অন্যদিকে জাপান দূতাবাসের প্রথম রাজনৈতিক সচিব মিস ইগাই-ও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। আজকের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে তা বিস্তারিত জানাতে চাননি তিনি।
এক প্রশ্নের জবাবে আমীর খসরুল বলেন, বাংলাদেশের জনগণ তাদের ব্যক্তিগত, পারিবারিক, ব্যবসায়িক বা শিক্ষাগত প্রয়োজনে কোন দেশে যাবে না যাবে-সেটা তাদের বিষয়। এবিষয়ে দেশের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিতে পারেন না। প্রধানমন্ত্রী কোন দেশে যাবেন কি যাবেন না, সেটাও তার বিষয়। কিন্তু জনগণের বিষয়ে তিনি সিদ্ধান্ত দিতে পারেন না।