আগামী শনিবার অথবা রোববার দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদের নামাজের জন্য প্রস্তুত রাজধানীসহ দেশের সব ঈদগাহ ও মসজিদ। বরাবরের মতো এবারও রাজধানী ঢাকার সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। দেশের বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে সকাল ৯টার জামাতের সাথে একীভূত হবে এবং উক্ত জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।
এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা এবং সকাল ১০টায় যথাক্রমে ঈদুল ফিতরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জামাত হবে। পঞ্চম জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।
বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান প্রথম জামাতে এবং হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী দ্বিতীয় জামাতে ইমামতি করবেন। তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, চতুর্থ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম ইমামতি করবেন। তাদের কেউ অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।
উল্লেখ্য, নামাজে অংশগ্রহণকারী সকল সম্মানিত মুসল্লিকে মসজিদ ও মসজিদের আশপাশে কোনো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধরনের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এই ঈদ জামাতে জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যরা, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন। এই জামাত সবার জন্য উš§ুক্ত। আগ্রহী মুসল্লিদের জামাতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
বসুন্ধরা আবাসিক এলাকায় ছয় জামাত: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৭টায় বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের উম্মে কুলসুম জামে মসজিদে সকাল সোয়া সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় এফ ব্লক জামে মসজিদে ও সকাল ৮টায় জি ব্লকের বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদের অনুষ্ঠিত জামাত হবে। এছাড়া কে ব্লকের মদিনাতুল উলুম মসজিদে সকাল সোয়া আটটায় এবং এন ব্লকের ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান জামে মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আহলে হাদীসের প্রধান জামাত : জমঈয়তে আহলে হাদীসের ঈদুল ফিতরের প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭ টা ৩০ মিনেটে অনুষ্ঠিত হবে। উক্ত জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
এছাড়া মগবাজারের বিটিসিএল (সাবেক টিঅ্যান্ডটি) কলোনির জামে মসজিদে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
শোলাকিয়ায় ঈদ জামাত সকাল ১০টায় : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত সকাল ১০টায় শুরু হবে। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোঁড়া হয়। তিনটি জামাত শুরুর পাঁচ মিনিট আগে, দুটি তিন মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর এক মিনিট আগে ছোঁড়া হয়। এবারের ১৯৬তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ।
২ শ’ মডেল মসজিদে ঈদের জামাত: দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সারাদেশে নির্মাণাধীন ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে প্রধানমন্ত্রী ইতোমধ্যে ৪ দফায় ২শ’টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এই ২শটি মডেল মসজিদে এবার পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামায়াত আয়োজন করা হবে বলে ইসলামিক ফাউন্ডেশন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট মহানগরে ৪৩৭ টি ঈদ জামাত: সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। এর আগে বয়ান পেশ করবেন নাইওরপুল জামে মসজিদের খতিব মাওলানা নাজিম উদ্দীন কাশেমি।
এছাড়া নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় এবং হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় আরও দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সিলেট মহানগরে মোট ৪৩৭টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৪৭টি মসজিসে ও ৯০টি ঈদগাহে হবে ঈদের জামাত।
আর সিলেট জেলায় মোট ২ হাজার ৫৮৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মসজিদে হবে ২ হাজার ২৩৯টি ও ঈদগাহে হবে ৪৪৭টি ঈদ জামাত।
খুলনায় কখন কোথায় ঈদের জামাত: খুলনায় সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ জামাতে ইমামতি করবেন।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ মাঠে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেন।
এদিকে সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা মডেল মসজিদে এবং সকাল ৯টায় টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদে সকাল সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় ঈদের দু'টি জামাত অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামে কোথায় কখন ঈদ জামাত: চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল ৯টায় ঈদের দ্বিতীয় জামাত হবে। এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় এম এ আজিজ স্টেডিয়ামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নগরের ঈদ জামাতকে ঘিরে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
এদিকে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার জমিয়তুল ফালাহ মসজিদের মাঠ পরিদর্শন করেন চট্টগ্রামের সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ৪১টি ওয়ার্ডে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। ওয়ার্ড কাউন্সিলররা প্রত্যেকটি ওয়ার্ডের প্রধান ঈদ জামাতে উপস্থিত থাকবেন।
বাকলিয়া সিটি করপোরেশন স্টেডিয়াম, লালদীঘি শাহী জামে মসজিদ ও জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নগরীর বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লার জামে মসজিদ এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ১৬৪টি জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে। এর পাশাপাশি কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে প্রায় শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।