শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • এরশাদের জন্মদিনে জাতীয় পার্টির আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক

    ২২ মার্চ, ২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন

    এরশাদের জন্মদিনে জাতীয় পার্টির আলোচনা সভা

    সাবেক রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিন উপলক্ষে ২০ মার্চ আলোচনা সভা করে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান জি এম কাদের এমপি। সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

    আলোচনায় সভাপতির বক্তব্যে জি এম কাদের বলেন, দলীয় সরকারের অধীনে স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব। কিন্তু বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। কোনো কর্তৃত্ববাদী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এর উল্টো কথা বলেছেন রওশন এরশাদ। তিনি বলেছেন, সাংবিধানিকভাবেই নির্বাচন হবে। সে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।


    এদিকে হুসেইন মুহম্মদ এরশাদের শুভ জন্মদিন উপলক্ষ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে এ দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
     
    এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা- ড. নুরুল আজহার শামিম, ভাইস চেয়ারম্যান- আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডালু, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, এড. আব্দুল হামিদ ভাসানী, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক- নির্মল দাস, লিয়াকত হোসেন চাকলাদার, যুগ্ম সম্পাদক মন্ডলীর সদস্য- জাকির হোসেন মিলন, সুজন দে, আকতার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মোঃ আবু তৈয়ব, মাহমুদ আলম, ইব্রাহিম আজাদ, নির্বাহী সদস্য- সামছুল হুদা মিয়া, মাসুদুর রহমান চৌধুরী, জামাল উদ্দিন, মহানগর নেতা- হুমায়ুন কবির, আফতাব গনি, মাহবুবুর রহমান খসরু, হুমায়ুন কবির কালা, মোঃ সেলিম আহমেদ,পল্লী হোসেন, যুবনেতা রওশন আলম, ফরহাদ হোসেন, রুবেল হোসেন, শ্রমিক নেতা এমদাদুল হক রনি, পল্লীবন্ধু পরিষদের সদস্য সচিব মোঃ জাকির হোসেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জাকের প্রমূখ।
     
    দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী আলহাজ্ব মোঃ ইছারুহুল্লাহ আসিফ।

    এছাড়া রওশন এরশাদ তাঁর গুলশানের বাসায় আলাদা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য মাসুদ পারভেজ সোহেল রানা, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন, সাবেক প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া, নাজমা আক্তার, হাবিবুল্লাহ বেলালী, ফখরুজ্জামান জাহাঙ্গীর, কাজী মামুনূর রশীদ, চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান, সাবেক উপদেষ্টা জিয়াউল হক মৃধা, রওশনের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর