বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের উদ্দ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লন্ডনরোডস্থ শেফিল্ডের ১৭ অ্যাসলাইন রোডস্থ ইউ-মিক্স সেন্টার লোফিল্ড পার্ক কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম মোহিদ আলী মিঠুর সভাপতিত্বে ও যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগ নেতা খলকু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফিল্ডের সাবেক মেয়র Councillor Tony Downing.
প্রধান অতিথির বক্তব্যে Tony Downing বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে উন্নয়নশীল একটি দেশ। বাঙ্গালী জাতি ১৯৭১ সালে পাকিস্থানের বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশকে স্বাধীন করে। বিশ্ব ইতিহাসে সাহসী জাতি হিসেবে পরিচিতি লাভের মাধ্যমে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন জাতি হিসেবে স্থান লাভ করে। এ ধরণের অর্জন বিশ্ব ইতিহাসে বিরল। যা কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক দিকনির্দেশনার কারণেই সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধু যে ভাবে দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালি জাতিকে স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করবে।
সভাপতির বক্তব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, দেখতে দেখতে আমরা বিজয়ের সুবর্ণ-জয়ন্তী অথ্যাৎ দেশ স্বাধীন হওয়ার ৫০ বছরে চলে এসেছি। বর্তমান বাংলাদেশ বদলে যাওয়া এক বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নতি হয়েছে। আমাদের দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সড়ক-রেল-নৌ বিমান যোগাযোগ ক্ষেত্রে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, নারী নির্যাতন ও মাদক নির্মূলে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। জাতির পিতার হত্যাকারীদের বিচারের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। জাতিকে কলঙ্কমুক্ত করতে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে।
এছাড়াও তিনি করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অহŸান জানান।

অলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামীলীগ নেতা সুফিয়ান আহমদ চৌধুরী, সারোয়ার হোসেন শাহান, আবাবুর রহমান মিরন, মতিউর রহমান শাহিন, আহমদ হোসেন হেলাল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোবারক আলী, আব্দল আহাদ মমিন, অলাউর রহমান উজ্জল, হাজী মোঃ নছিব আলী, জিতু মিয়া, আব্দুল খালিক, ফখরুল ইসলামসহ শেফিল্ড আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে সংগীত পরিবেশন করেন নীলা পাল ও জান্নাতুল ফেরদৌস।
উল্লেখ্য, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমন বৃদ্ধি পাওয়ার সরকারি বিধি-নিষেধ থাকার কারণে অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি বৃটিশ এমপি Olivia Blake, Louise Haigh, Gill Furniss, Paul Blomfield, সাউথ ইয়র্কশায়ার পুলিশ কমিশনার Mr Alan Billings ও সাবেক এমপি John Grogan.