পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আল্লামা ইলইয়াস আত্তার কাদেরীর একমাত্র খলিফা বাংলাদেশে সফররত আল্লামা উবাঈদ রেজা কাদেরী আত্তারীর নেতৃত্বে রোববার ঢাকায় বিশাল জসনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াতে ইসলামীর মাদানি মারকায ফয়যানে মদীনা জনপথমোড় সায়দাবাদ থেকে শুরু করে জুলুসটি রাজধানী সুপার মার্কেট হয়ে গুলিস্তান, জিরো পয়েন্ট হয়ে পল্টনমোড়, কাকড়াইল মোড় শান্তিনগর হয়ে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এ জি বি কলোনি ঈদগাহ ময়দানে গিয়ে শেষ হয়।
হাজার হাজার আশেকে রাসুলের অংশ গ্রহণে হামদ ও নাতে রাসুল এর পরিবেশনায় রাজধানীর রাজপথে ধর্মীয় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরে ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু্ আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য ও আমাদের করণীয় নিয়ে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দাওয়াতে ইসলামীর বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ মোবিন আত্তারির সভাপতিত্বে মাহফিলে আল্লামা উবাঈদ রেজা কাদেরী আত্তারী প্রধান অতিথি ছিলেন।
ধর্মপ্রাণ মুসলমানদের উদ্দেশ্যে আল্লামা উবাঈদ রেজা বলেন, বিশ্বের সমগ্র জাতির জন্য শান্তির দূত হিসেবে আজকের এই দিনে এসেছিলেন সৈয়্যদুল মোরসালীন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তার শুভাগমনের মধ্যদিয়ে পৃথিবীর সকল প্রকার অন্যায় অবিচার, জুলুম নির্যাতনের কবর রচিত হয়। শান্তি প্রতিষ্ঠা হয় সারা বিশ্বে।
তিনি বলেন, প্রত্যেক মুসলমানের উচিত অন্তর থেকে নবী প্রেম নিয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করা। কারণ যারা ঈদে মীলাদুন্নবী উদযাপন করে তারা আল্লাহর রহমত ও বরকত প্রাপ্তি হন। শান্তির পথে থাকেন। তারা কখনও ইসলামের নামে জঙ্গিবাদে বিশ্বাস করেন না, যারা করেন তাদের ঘৃণা, সামর্থ থাকলে প্রতিরোধ গড়ে তুলেন।
আল্লামা উবাঈদ রেজা বলেন, বিশ্ব বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা ইলইয়াস আত্তার কাদেরী অরাজনৈতিক দ্বীনি সংগঠন দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠা করে সারা বিশ্বে দ্বীনের খেদমত করছেন। বিশ্বে লাখ লাখ বিপথগামি মুসলমানদের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের পথ ছাড়িয়ে ইসলামের সঠিক পথে নিয়ে এসেছেন। তিনি সর্ব সাধারণকে দাওয়াতে ইসলামির ছায়াতলে আসার আহ্বান জানান।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিষদের নেতা মুহাম্মদ কামাল আত্তারী, মুহাম্মদ মাহমুদুল হক কাদেরী, মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী, মুহাম্মদ রিয়াজ আত্তারী, সৈয়দ মুহাম্মদ আলফে সানী আত্তারী, মুহাম্মদ নিজাম উদ্দিন কাদেরী প্রমুখ।
দেশ জাতি ও মুসলিম উম্মাহর সু্খ শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মিলাদের মাধ্যমে মাওলানা উবাঈদ রেজা কাদেরী আত্তারী কর্মসুচী শেষ করেন।