নিজেদের পাপের কথা গোপন কর, অন্যদের পাপও গোপন কর। এটি আমাদের ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।
আমি যদি আপনাকে কোনো পাপ করতে দেখি বা আপনি যদি আমাকে কোনো পাপ করতে দেখেন সেক্ষেত্রে শরিয়া আমাদের বলে— তাকে গোপনে উপদেশ প্রদান করো এবং এরপর তোমার মুখ বন্ধ করে ফেলো।
কারো কাছে এটা তোমাকে বলতে হবে না। কারো এখানে নাক গলানোর কিছু নেই। তবে, যদি খুন বা এরকম অন্য কোনো অধিকার লঙ্ঘন করা হয় তখন বলতে হবে।
কিন্তু একান্ত ব্যক্তিগত পাপ— যা কারো অধিকার নষ্ট করছে না, এমন পাপের ক্ষেত্রে শরীয়ত আমাদের উপর বাধ্যবাধকতা আরোপ করে যে, আমরা কাউকে এটা বলতে পারবো না।
কারণ, আল্লাহ হলেন সিত্তির, যিনি ঢেকে ফেলেন। কাউকে একান্তে ব্যক্তিগত কোনো পাপ করতে দেখলে যদি মানুষের কাছে তা বলে বেড়ান, এটা এক ধরণের অপবাদ যার জন্য কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা শাস্তি দিতে পারেন।
তাই, আমাদেরকে এ ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। মানুষের দোষ ত্রুটি নিয়ে বলাবলি করা যাবে না এবং গীবতে জড়ানো যাবে না।
আমরা সবাই জানি, গীবত হলো অপর ভাই সম্পর্কে এমন সত্য বলা যা শুনলে সে অসন্তুষ্ট হবে। আর অপবাদ হলো তার নামে মিথ্যা বলা।
আমরা এ ব্যাপারটা খুবই চমৎকার একটি হাদিস থেকে জানতে পারি। রাসূল (স) বলেন— "আল মুস্লিমু আখুল মুসলিম। ওয়া মান সাতারা আন আখিহিল মুসলিম, সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। অর্থাৎ—এক মুসলিম অপর মুসলিমের ভাই। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের পাপ গোপন করে ফেলবে, আল্লাহ কিয়ামতের দিন তার পাপ গোপন করে ফেলবেন।"
কারণ, আল্লাহ হলেন আস-সিত্তির, যিনি ঢেকে ফেলেন। কত সুন্দর রব আমাদের! আমরা তাঁর বিরুদ্ধে পাপ করি। তিনি আমাদের প্রত্যেকটি পাপ সম্পর্কে জানেন। অথচ তিনি ক্রমাগত অন্য মানুষদের মন থেকে এগুলো গোপন করে ফেলেন।