কোরআন সুন্নাহর মাঝেই রয়েছে মানবজীবনের উৎকর্ষ। নতুন প্রজন্মের মাঝে কুরআন সুন্নাহর আলোকে তাসাউফভিত্তিক শিক্ষার আদর্শ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট এর চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
গত ৩ ডিসেম্বর ঢাকার কাঁচকুরায় হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট পরিচালিত ৫০টি মাদ্রাসার মধ্যে অন্যতম মাদ্রাসা, ঢাকার কাঁচকুরায় অবস্থিত মইনীয়া সাইফিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক মাহ্ফিল ও হাফেজদের দস্তারবন্দী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এই কথা বলেন।
সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, আমাদের দেশের তরুণ সমাজ তথাকথিত আধুনিক পাশ্চাত্যমুখী শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে গিয়ে মহান আল্লাহ্ প্রদত্ত নেয়ামত, নির্দেশনাগুলোকে ভুলে যাচ্ছে। মহান আল্লাহ্ প্রিয় নবিজীকে (দ.) আমাদের জন্য অনুসরণীয় আদর্শরূপে নির্ধারণ করেছেন। পবিত্র কুরআন সুন্নাহর মাঝেই রয়েছে মানবজীবনের উৎকর্ষ। তাই ভবিষ্যৎ জাতির কর্ণধার তরুণ প্রজন্মকে পবিত্র কুরআন সুন্নাহর আলোকে তাসাউফভিত্তিক জীবনব্যবস্থায় উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাঝে সততা, ন্যায়নিষ্ঠা গড়ে উঠবে এবং জাতির সমৃদ্ধি ও অগ্রযাত্রা তরান্বিত হবে।