পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ২৬ হাজার ৫০৪ জন হাজী দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রমতে, ২৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ৭২ টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৪ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৩ টি; ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫ টি। আগামী ৪ আগস্ট পর্যন্ত ফিরতি ফ্লাইট চলবে।
এদিকে এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে হজের আগে ও পরে এ পর্যন্ত ২৩ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ-১৬ জন ও মহিলা-৭ জন।
এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান।