সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও চার বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে এ বছর হজে গিয়ে ১৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন নারী ও ১৪ জন পুরুষ।
মৃতরা হলেন-মো. ফয়জুর রহমান (৫০), মো. শাহজাহান সিরাজ (৫৮), মো. আজিজুল হক (৬৫) ও মো. মুস্তাফিজুর রহমান (৬১)।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালের সর্বশেষ এক বুলেটিনে বলা হয়, ফয়জুর ও শাহজাহান গত ১৩ জুলাই এবং আজিজুল ও মোস্তাফিজুর ১৪ জুলাই মারা গেছেন।
বুলেটিনে বলা হয়, মো. ফয়জুর রহমান সিলেট জেলার বাসিন্দা। তিনি মারা গেছেন মক্কায়। তার পাসপোর্ট নম্বর বিওয়াই ০৫৪৭৮৮৯ । তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
অন্যদিকে, শাহজাহান চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইজি ০৮০২১৮২।
আজিজুল কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইই ০৫৬৭৪২৫ এবং মুস্তাফিজুর টাঙ্গাইল সদরের বাসিন্দা, তার পাসপোর্ট নম্বর এও ৩৪৯১২২৯।
এদিকে পবিত্র হজ পালন শেষে হাজীদের দেশে ফেরা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথম দিনে তিনটি ফ্লাইটে এক হাজার ১৭৪ জন দেশে পৌঁছান। শুক্রবার বিমান, সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৯ টি ফ্লাইট হাজীদের নিয়ে ঢাকায় ফিরেছে বলে জানা গেছে।