ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন জাতীয় কর্মসূচিতে এ কমিটির সব সদস্যকে আমন্ত্রণ জানানোর পরামর্শ দেয়া হয়েছে।
কমিটির সিনিয়র সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য- শওকত হাচানুর রহমান (রিমন), মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইবরাহিম, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম ও রত্মা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন হজ্ব ২০২২ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং সুষ্ঠুভাবে হজ্ব কার্যক্রম আরম্ভ করায় প্রধানমন্ত্রীকে কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানানো হয়।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।