রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে কাল শুক্রবার। সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের আনুষ্ঠাানিক শুভ উদ্বোধন ঘোষণা এবং হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে হজ ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে আগামী ৫ জুন বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।