জাতীয় পার্টির সহযোগী সংগঠন হিসেবে জাতীয় যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক সাংগঠনিক আদেশে নতুন এই সংগঠনের অনুমোদন দেন।
নাজনীন সুলতানা-কে আহ্বায়ক, কানিজ আফরোজা রসুলকে যুগ্ম আহ্বায়ক এবং সৈয়দা জাকিয়া আফরোজ হিয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
কমিটির অন্য নেতারা হলেন-যুগ্ম সদস্য সচিব- আফসানা ইয়াসমিন শান্তনু, সদস্য- তাছলিমা আক্তার, রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত, পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, এডভোকেট সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুই, আখি বেগম, রিক্তা আক্তার।
উক্ত কমিটি আগামী ২১ দিনের মধ্যে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দফতরে জমা দান করবেন এবং অনুমোদনের তারিখ হইতে ৪ মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টি গঠন করে কেন্দ্রীয় সম্মেলনের ব্যবস্থা করার শর্তে অনুমোদন প্রদান করা হয়।
জাতীয় পার্টির গঠতন্ত্রের ১২(৩) ও ৩২ (৯) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।