বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলায়হি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
বিএনপির গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন বলেন, মান্নান ভাই বিকাল সাড়ে ৪টায় মারা গেছেন। বুধবার বারিধারার বাসায় হার্ট অ্যাটাক করলে তাকে দ্রæত হাসপাতালে আনা হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো। মৃত্যুকালে একমাত্র ছেলে এম মনজুরুলকরীম রনিকে রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক এম এমান্নানের প্রথম জানাজা বৃহস্পতিবার বাদ এশা বারিধারা ডিওএইচএসের মসজিদের অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ রাখা হয় ইউনাইটেড হাসপাতালের হিম ঘরে।
শুক্রবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সাড়ে ১০ টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ জুমা গাজীপুরের রাজবাড়ী মাঠে, বাদ আসর নিজ গ্রাম সালনায় জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।
এম এ মান্নান গাজীপুর সিটির করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গ্রেফতার হন। তিন বছর তিনি কারাবন্দি ছিলেন। ১৯৯১ সালে খালেদা জিয়া সরকারের ধর্ম ও বিজ্ঞান প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন।
১৯৭৮ সালে এমএ মান্নান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) এর যোগদান করেন তার রাজনৈতিক জীবন শুরু করেন। এই জাগদলই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল (বিএনপি) হিসেবে আত্ম প্রকাশ করে। বিএনপির জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেন তিনি। ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে এম এ মান্নান দলের ভাইস চেয়ারম্যান হন। এর আগে তিনি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন।
অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা আলাদা বিবৃতিতে শোক প্রকাশ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।