শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগই জড়িত: ফখরুল

    নিজস্ব প্রতিবেদক

    ২২ এপ্রিল, ২০২২ ১১:১৯ অপরাহ্ন

    নিউ মার্কেটের ঘটনায় ছাত্রলীগই জড়িত: ফখরুল

    নিউ মার্কেটের সহিংস ঘটনার সাথে ক্ষমতাসীন দলের ছাত্রলীগের সন্ত্রাসীরাই জড়িত বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার বিকালে ইস্কাটনের লেডিস ক্লাবের জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।

    মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজকে দেশে এক দুঃসহ অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা দেখেছেন যে, কয়েকদিন আগে নিউ মার্কেট অঞ্চলে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ, সেই সংষর্ষ সম্পূর্ণভাবে সরকারের ব্যর্থতা ও পুলিশের নিষ্ক্রিয়তার কারণে হয়েছে। এখন দেখা যাচ্ছে যে, শুধু নিষ্ক্রিয়তার নয় তাদের ইন্ধনে এটা হয়েছে। এজন্য যে, আমরা দেখেছি যে, পরবর্তিকালে বিভিন্ন মিডিয়ায় ও পত্র-পত্রিকায় যে সংবাদগুলো এসেছে সেই সংবাদে এটা প্রমাণিত হয়েছে যে, এই সন্ত্রাসের সাথে সম্পূর্ণভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত ছিলো।

    এখন পুলিশ তার চিরাচরিত নিয়মে সম্পূর্ণভাবে এটা উল্টো বিএনপির নেতা এবং ছাত্র নেতাদের ওপর বর্তাচ্ছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সমস্ত মামলা প্রত্যাহার করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।”

    গত সোমবার রাতে মঙ্গলবার দিনভর রাজধানীর নিউ্ মার্কেট এলাকায় দোকান মালিক ও কর্মীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংষর্ষের

    মির্জা ফখরুল বলেন, আজকে এই সরকার আমাদের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে আমাদের গণতন্ত্রের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের আদালতের স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা সব কিছুকে এরা ধবংস করে দিয়েছে। এককথায় এই রাষ্ট্রকে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

    তাই পেশাজীবী সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে দেশকে রক্ষা করবার জন্যে আপনারা জনমত গড়ে তুলুন এবং সকলের  প্রচেষ্টায় আমাদের যেন এখানে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পারি এবং একই সঙ্গে এদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে পারি সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা করছি।’

    দেশের আর্থ-সামজিক অবস্থার পরিবর্তন ও দুঃস্থ মানবতার সেবায়  জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্য্ক্রমের ভুয়সী প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

    আলোচনা সভায় ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমান লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

    ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ডা. পারেভজ রেজা কাননের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

    এই ইফতারে অধ্যাপক আফম ইউসুফ হায়দার, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক একেএম আজিজুল হক, অধ্যাপক মোর্শেদ হাসান খান, আনহ আখতার হোসেন, আনোয়ার উদ্দিন উজ্জ্বলসহ বিভিন্ন পেশাজীবী নেতারা ছিলেন।




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২২ এপ্রিল, ২০২২ ১১:১৯ অপরাহ্ন