শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিএনপির বক্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত আখিম

    নিজস্ব প্রতিবেদক

    ২১ এপ্রিল, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন

     বিএনপির বক্তব্যে অখুশি জার্মান রাষ্ট্রদূত আখিম

    গম মাসে অনুষ্ঠিত একটি রুদ্ধদ্বার বৈঠক নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে নাখোশ হয়েছেন বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। ওই বৈঠকের পর বিএনপি বলেছিল, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে জার্মানি উদ্বিগ্ন।

    বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান ডিকাব টকে এ বিষয়ে করা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, এ নিয়ে আমি কিছুটা অখুশি। আমার মতামতের জন্য সরাসরি আমাকে প্রশ্ন করা হলেই আমি খুশি হই। যে কেউ আমাকে প্রশ্ন করতে পারেন। যে পরিস্থিতি হয়েছে তা নিয়ে আমি অখুশি।

    বিএনপির সঙ্গে গত ১৭ মার্চ বৈঠকটি হয়েছিল। জার্মান রাষ্ট্রদূত বলেন, চৌধুরী সাহেবের (বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী) আমন্ত্রণে আমি আমার উপরাষ্ট্রদূতসহ সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। এটা আর কিছুই ছিল না।

    ওই বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, সবার চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে, এটা তো জানতে চাইবেন। উনাদেরও (জার্মানির) অবজারভেশন (পর্যবেক্ষণ) আছে।

    বিএনপি নেতাদের কোন উদ্ধৃতি তাঁকে অসন্তুষ্ট করেছে, জানতে চাইলে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, এমনটা বলা হয়েছে। কোনো বিষয়ে আমার কিছু বলার থাকলে আমি নিজেই সেটা বলতে পারি। তৃতীয় পক্ষের মাধ্যমে বলার প্রয়োজন দেখি না।

    বিএনপির সঙ্গে সেদিনের আলোচনা প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, অবশ্যই আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর নিয়ে এবং দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছি। বিএনপির কী অবস্থান তা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন।

    রাষ্ট্রদূত বলেন, আমার জন্য সেটি ছিল বিএনপির সঙ্গে প্রথম সাক্ষাৎ। অবশ্যই স্বীকার করব, সেদিনের আলোচনা আমি উপভোগ করেছি। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে খুব বিশদ ও অনেক ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশকে আরো ভালোভাবে বোঝার চেষ্টায় আমি উপকৃত হয়েছি।

    রাষ্ট্রদূত আখিম বলেন, বিদেশি রাষ্ট্রদূত হিসেবে এ দেশে চলমান পরিস্থিতি সম্পর্কে বাস্তবসম্মত চিত্র নিজ দেশে তুলে ধরা আমার দায়িত্ব। বাংলাদেশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শুধু অর্থনীতির কারণেই নয়, একটি স্থিতিশীল অংশীদার হিসেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আমাদের প্রয়োজন। এখানে কী ঘটছে তা সম্পর্কে কথা হয়েছে। অবশ্যই আমরা মানবাধিকার বিষয়ে কথা বলেছি।

    জার্মান রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী মানবাধিকারের প্রতি অঙ্গীকার আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ। আমরা সব আলোচনায় এটি তুলে ধরি। সরকারের বিভিন্ন স্তরে আমাদের অত্যন্ত ফলপ্রসূ, নিবিড় ও বন্ধুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কিন্তু আমরা এটি আড়ালে করি। কারণ কেউ বিদেশি রাষ্ট্রদূতের মুখে সমালোচনা পছন্দ করে না।

    রাষ্ট্রদূত বলেন, আমি এখানে আমার দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি, কিন্তু অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নয়, অন্তত জনসমক্ষে তো নয়ই। আর যে বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে, সেগুলো আমরা সরকারের সঙ্গে খুব ভালোভাবে করতে পারি।

    বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে জার্মান রাষ্ট্রদূত বলেন, আমি জানতে চেয়েছিলাম, কেন বিএনপি নির্বাচনে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা আমাকে ব্যাখ্যা করেছে। আমি তাদের যা বলেছি, তা এখন জনসমক্ষে বলছি। জার্মানির সরকার বাংলাদেশসহ সব দেশে সবার অংশগ্রহণে সংঘাতমুক্ত পুরোপুরি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।

    অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক এ কে মঈনুদ্দীন বক্তব্য দেন।




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২১ এপ্রিল, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন