শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • আট জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ এপ্রিল, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন

     আট জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

    মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে সাংগঠনিক আট জেলায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। কমিটিগুলো হচ্ছে- রংপুর জেলা ও মহানগর, ফরিদপুর জেলা ও মহানগর, নওগাঁ, বরগুনা, পিরোজপুর ও পাবনা জেলা।  

    শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়।  

    রংপুর জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে সাইফুল ইসলামকে। এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফছার আলী, সদস্যসচিব আনিছুর রহমান এবং সদস্য করা হয়েছে ৩৩ জনকে।

    রংপুর মহানগর কমিটির আহ্বায়ক সামসুজ্জামান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রইচ আহম্মেদ, সদস্যসচিব মাহফুজ-উন-নবী এবং কমিটির সদস্য করা হয়েছে ৩৮ জনকে।  

    ফরিদপুর মহানগরে আংশিক কমিটি দেওয়া হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে এ এফ এম কাইয়ুমকে। সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, তৈয়ব আক্তার টুটুল, মিজানুর রহমান মৃণাল (কমি.), সরফরাজ করিম, শামসুল আরেফীন সাগর (কমি.), শামসুর রহমান, আরিফুজ্জামান অপু, নাসির উদ্দিন মিলার (কমি.), আলমগীর ভুইয়া ও এমদাদুল হক এমদাদ। চারজনকে সদস্য করা হয়েছে।  

    ফরিদপুর জেলা কমিটিও পূর্ণাঙ্গ হয়নি। আংশিক কমিটির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্যসচিব এ কে এম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক, আতাউর রশিদ, অ্যাডভোকেট আলী আশরাফ, দেলোয়ার হোসেন, গোলাম রব্বানী ভূঁইয়া ও আজম খান তানভীর চৌধুরী রুবেল। আটজনকে সদস্য করা হয়েছে।  

    নওগাঁয় আংশিক ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বকর সিদ্দিককে। যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, রেজাউল ইসলাম, আমিনুল হক বেলাল, শফিউল আলম এবং সদস্যসচিব বায়েজিদ হোসেন পলাশ।

    বরগুনা জেলার আংশিক কমিটির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, নুরুল আমিন, তালিমুল ইসলাম পলাশ এবং সদস্যসচিব তারিকুজ্জামান।

    পিরোজপুর জেলার আংশিক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন। সদস্যসচিব গাজী ওহিদুজ্জামান লাভলু ও সদস্য আবুল কালাম আকন্দ। পাবনা জেলার আংশিক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান, আনিসুল হক, আবু ওবায়েদ শেখ তুহিন এবং সদস্যসচিব মাকসুদ রহমান মাসুদ খন্দকার।

    দল গোছানোর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব আহবায়ক কমিটি গঠিত হয়েছে বলে জানা গেছে।

     




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ১৬ এপ্রিল, ২০২২ ০৭:৫১ অপরাহ্ন