শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা’

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৭ নভেম্বর, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন

    ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা’

    ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আঘাত করা মানে দেশের স্বাধীনতার উপর আঘাত করা। জাতির পিতার স্বপ্নের উপর আঘাত করা। 

    প্রতিমন্ত্রী ১৬ নভেম্বর সকাল  সাড়ে ১০ টায় যশোর জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ"  শীর্ষক প্রকল্পের আওতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক আন্তঃধর্মীয় সংলাপ/ সেমিনারে প্রধান অতিথির   বক্তৃতায়  এসব কথা বলেন ।

    প্রতিমন্ত্রী বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাস্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন।  অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা তথা অসাম্প্রদায়িক বাংলাদেশের নীতি সন্নিবেশ করে গেছেন।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীরা স্বাধীনভাবে নির্বিঘ্নে নিরাপদে এদেশে ধর্ম  পালন করতে পারবে।  প্রতিটি ধর্মের প্রতি রাস্ট্র ও সরকার প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। 

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ধর্মীয়   সম্প্রীতির  বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে  সকল ধর্মের প্রতি নজর রেখে সকল ধর্ম ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কল্যাণে  ব্যাপক  উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।।

    প্রতিমন্ত্রী বলেন, গুজব ছড়িয়ে ফেসবুক/ইউটিউবে অসত্য  ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মাঝে সৃষ্টি বিশৃংখলা করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করতে হবে। এখানে রাজনৈতিক উদ্দেশ্যে  কোন দলের পক্ষে প্রচারনা কিংবা হিংসাত্মক বক্তব্য রাখা যাবেনা। এরূপ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদ, মন্দির ও প্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।  এর মাধ্যমে  ধর্মীয়  সম্প্রীতি ও নৈতিকতা  তথা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা,  মানবিকতা ও সহনশীলতার উপর গুরুত্ব দিয়ে  শিক্ষা দান করা হচ্ছে।

     বিশেষ অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৭ সাল হতে  বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। ধাপে ধাপে তিনি জাতির মুক্তির জন্য পথ পরিক্রমা তৈরি করে চূড়ান্ত পর্যায়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে  জাতিকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এদেশ আমাদের সকলের। 

    প্রতিমন্ত্রী আরও বলেন, সকল ধর্মের মানুষের  নিরাপদ সহাবস্থান নিশ্চিত করা গেলেই জাতির পিতা স্বপ্ন বাস্তবায়িত হবে। 

    প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের  মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন।
    অশুভ কর্মকান্ডের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। 

    জেলা প্রশাসক, যশোর মোঃ তমিজুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত সংলাপ/ সেমিনারে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান (পলাশ), সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,

    যশোর আমিনিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক প্রথম আলোর যশোর প্রতিনিধি, রামকৃষ্ণ মিশন ও আশ্রম যশোরের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ, ইমাম পরিষদ যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ারুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি অসীম কুণ্ডু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ দত্ত প্রমুখ। 

    এরপর বিকেলে ধর্ম  প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি, 
    যশোর শহরের বেজপাড়া পূজা সমিতি মন্দির এবং রামকৃষ্ণ মিশন ও আশ্রম  পরিদর্শন করেন। 




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    ১৭ নভেম্বর, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৭ নভেম্বর, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৭ নভেম্বর, ২০২১ ০৬:৪৭ পূর্বাহ্ন