শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • দ্রব্যমূল্যের লাগাম না টানলে নির্বাচনে প্রভাব পড়বে: সরকারকে বাবলা

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ১০:১৮ অপরাহ্ন

    দ্রব্যমূল্যের লাগাম না টানলে নির্বাচনে প্রভাব পড়বে: সরকারকে বাবলা
    দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন, নতুবা নির্বাচনে প্রভাব পড়বে: সরকারকে বাবলা

    জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন,  দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে জনজীবনে হতাশা বিরাজ করছে। সরকারকে এখন এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে।


    বুধবার সন্ধ্যায় রাজধানীর কদমতলী বালুর মাঠে থানা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বাবলা বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। হতাশা বিরাজ করছে জনগণের মাঝে। শুধুমাত্র অসহনীয় দ্রব্যমূল্যের কারণে সরকারের অব্যাহত উন্নয়নও ম্লান হয়ে যাবে। তিনি বলেন, দেশে জবাবদিহিতার অভাব। বাজার মনিটর ঠিক মত করা হচ্ছে না। এসবের পিছনে শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে। জনগণকে নিঃস্ব করছে। যেকোন মূল্যে সরকারকে এই সিন্ডিকেট নির্মূল করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একটি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের মাঝে আজ নাভিশ্বাস ওঠেছে। তরুণদের চাকুরী নেই। জনমনে ক্ষোভ বাড়ছে। এই অবস্থা থেকে শুধু পরিত্রাণ দিতে পারে জাতীয় পার্টি। দেশবাসীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ক্ষমতায় আনুন। আমরা জনগণের জন্য সুশাসন, শান্তি, সৌহার্দ্য ও মর্যাদা প্রতিষ্ঠিত করবো।

    শামসুজ্জামান কাজলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহাজাদা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সুজন দে, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি কেন্দ্রীয় নেত্রী শাহানাজ পারভীন, সালমা আক্তার শারমিন, সুলতানা লিপি প্রমুখ।




    রাজনীতি - এর আরো খবর