অ্যাপের মাধ্যমে ওমরা পালনের আবেদন করার নতুন নিয়ম করেছে সৌদি আরব সরকার। ‘তাওয়াক্কালনা’ ও ‘ইতমারানাহ’ নামে দুটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) ব্যবহার করে ওমরাহ পালনের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। নতুন এই সেবার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। যদিও ওমরাহ পালনের জন্য এখনো কুদদুম প্লাটফর্মে রেজিস্ট্রেশনের নিয়ম বহাল রয়েছে।
সৌদি গেজেট রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিরা সৌদি কর্তৃপক্ষের কাছে নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করা দুইটি অ্যাপের মাধ্যমে ওমরাহ ট্রিপ বুকিং করতে পারবেন। তারা আরো বলছে, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের প্রবেশের অনুমতিও মিলবে অ্যাপ দুটির মাধ্যমে।
তাওয়াক্কালনা ও ইতমারানাহ নামে মোবাইল অ্যাপ্লিকেশন দুটিকে এজন্য সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ব্যবহারের উপযোগী করে তুলেছে।
তারা এই সেবাকে ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য নতুন সেবা হিসেবে ঘোষণা দিয়েছে।
তাওয়াক্কালনা অ্যাপটি সৌদি আরবে ব্যবহার হচ্ছিল করোনার ভ্যাকসিন সেবা দেওয়ার জন্য।
কিন্তু এতে এখন থেকে ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদেরও ভ্যাকসিন বিষয়ক তথ্য অন্তর্ভূক্ত করা হবে। বর্তমানে সারা বিশ্ব থেকে ওমরাহ যাত্রীদের সংখ্যা বেড়েই চলেছে।