কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার র্পূব-দড়িজাহাঙ্গীরপুর “গোল্ডেন খান ফ্যামেলীর” জনপ্রিয় ও গোল্ডেন টিচার শ্রদ্বেয় মরহুম আলহাজ্ব এজাবত হোসেন খান স্যারের গর্বিত সন্তান, উপমহাদেশের প্রথম বৃহত্তর জাহাজ তৈরিকারী প্রতিষ্ঠান খান বাদার্স গ্রুপ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবীর খান রবিন মহোদয়ের শুভ জন্মদিন আজ।
এফবিসিসিআইয়ের সম্মানিত সদস্য, ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি, কিশোরগঞ্জ জেলা সমিতি, ঢাকা এর সহ-সভাপতি, কিশোরগঞ্জ প্রেসক্লাব, জীবন সদস্য, ও গোল্ডেন কিশোরগঞ্জ-এর উপদেষ্টা ও পৃষ্ঠপোষক কমিটির সম্মানিত সদস্য তোফায়েল কবীর খান রবিন মহোদয়ের শুভ জন্মদিনে গোল্ডেন কিশোরগঞ্জ-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন মহলের পক্ষ থেকে তোফায়েল কবীর খান রবিনের জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়।