জাতীয় পার্টির (জাপা) সাবেক প্রেসিডিয়াম সদস্য আজম খান এক ভিডিও বার্তায় বলেছেন, আজকে আমরা লক্ষ্য করছি-ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার উস্কানিমূলক বক্তব্য রাখছেন। কেন রাখছেন-আওয়ামীলীগের সমস্ত নেতাকর্মীকে বিপদে ফেলতে চান। একবার সমগ্র নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে গেছেন, বাইরে যারা টুকটাক আছেন তাদেরকেওে আরেকবার বিপদে ফেলার জন্য-ধ্বংস করার জন্য চেষ্টা করছেন। দেশবাসীর প্রতি আহবান-একবার চিন্তা করে দেখুন, উনি (শেখ হাসসিনা) কীভাবে সবাইকে বিপদে ফেলে চুপি চুপি পালিয়ে গেলেন?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে অবিলম্বে জেলে আটক করার জন্য সবার কাছে আবেদন জানিয়ে আজম খান বলেন, কেন উনি (জামায়াত আমির) এত সুন্দর করে কথা বলেন। কেন এত ভালো ভালো কথা বলেন। উনি শেখ হাসিনা সম্পর্কে এত সুন্দর করে বলেছেন-কে পালায়, চোর পালায়, ডাকাত পালায়, খুনি-ধর্ষক পালায়। কোন রাজনীতিবিদতো কখনো পালাতে পারে না। উনি ছাত্র নেতাদের এত সুন্দর করে কথা বলেন যে, ৩৬ জুলাইয়ের বিপ্লবে যারা সমগ্র জাতি-রাজনৈতিক নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে, সারা দেশকে ঐক্যব্ধ করে ফ্যাস্টিকে পালিয়ে যেতে উদ্বুদ্ধ করেছিল-সেই ছাত্রদের মনও উনি জয় করে দিয়েছেন। আশ্চয্য, এক অদ্ভুত আমির জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।
তাকে আমার মনে হয়, বাইরে থাকার প্রয়োজন নেই, এত ভালো মানুষ-তাকে জেলে পাঠানো উচিত। উনি অত্যন্ত কনস্ট্রাকটিভ একটি বাংলাদেশ গড়ার আহবান জানিয়েছেন। সবচেয়ে দুর্নীতিবাজ রাষ্ট্রপতি চুপ্পু, যিনি বিচারক থাকাকালে টাকা ছাড়া রায় লিখতেন না সেই চুপ্পুকে সরানোর ব্যাপারেও ছাত্ররা যখন তার কাছে গিয়েছেন-জামায়াত তাদের সঙ্গে সহমত প্রকাশ করেছে। প্রক্রিয়াগত বিষয় নিয়ে আলাপ-আলোচনা হতে পারে।
আজম খান বলেন, আসলে আমাদর দেশে ভাল কথা বলার সুন্দর মনের মানুষের বড়ই অভাব। আমি লক্ষ্য করছি যে, তারেক রহমানও সুন্দর বক্তব্য নিয়ে মানুষের কাছে উপস্থিত হয়েছিলেন, জামায়াতে ইসলামী থেকে শুরু করে মাহমুদুর রহমান মান্নাসহ যারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে ঐক্যবদ্ধ করেছিলেন-তারা প্রত্যেকেই আজকে ছাত্রজনতাকে সাথে নিয়ে, আগামী ৫ বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করে সুন্দর ও গণতান্ত্রিক দেশ গঠন করতে চাচ্ছে। এটা পজিটিভ একটি দিক।
আমরা মনে করি, মনেপ্রাণে বিশ্বাস করি, সবাইকে অ্যাকোমোডেট করে যদি জাতীয় সরকার কঠন করে আগামী ৫ বছর চালাতে পারে, তাহলে প্রতিটি জায়গায় সংস্কার হবে, সুন্দর একটা গণতান্ত্রিক ভবিষ্যত নিশ্চিত হবে। কোনদিনই ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার জন্ম নিতে পারবে না-এরকম একটা সরকার আমাদের গঠন করতে হবে। এজন্য আসুন, ভালো ভালো লোক যারা আছেন-তাদেরকে সাথে নিয়ে তাদেরকে সহযোগিতা করি। আপনারা জানেন, আমি রাজনীতি থেকে অবসর নিয়েছিলা এবং আহবান জানিয়ে ছিলাম যে, আমাদের মত সবাই রাজনীতি থেকে অবসর নিই। তরুণদের হাতে জাতির নেতৃত্ব দিন, আমাদের জ্ঞান-বুদ্ধি যা আছে, তাদেরকে দিয়ে সমৃদ্ধ করুন। আগামীতে তরুণ ছাত্র সমাজের হাতেই রাষ্ট্র ক্ষমতার ভার আমরা দিই, তাহলে সত্যিকার অর্থেই এদেশে একটি গণতান্ত্রিক দেশে হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ভিডিও দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।..
https://www.facebook.com/watch/?v=1283928649267843&rdid=awGHF2IxCBfbmzOI