ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন অর রশীদ বলেছেন, দীন প্রতিষ্ঠায় বিজয়ের আন্দোলন ব্যবসায়ী ও সুধীদের ভুমিকা অনস্বীকার্য। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দিয়েছেন তারা সম্পদ ব্যয় করে এবং যাদের সম্পদ নেই তারা শ্রম দিয়ে দীন বিজয়ের আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। দীনকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ের করতে হলে উভয়ের অংশগ্রহণ অপরিহার্য।
তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত মানুষ অধিকার ও বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলো। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের মাধ্যমে জালিম সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন ভারত থেকে দেশের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্র করছে। তিনি গণহত্যার সাথে সম্পৃক্তদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সুধী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসাইন সাকী।
সংগটনের ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা জেলা দক্ষিণের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া ও সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সুলতান আহমদ খান, অধ্যাপক ডা. কামরুজ্জামান, হাজী শাহীন আহমদ, মাওলানা মোঃ ইলিয়াস হোসাইন।