শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাসে হামলার ঘটনায় ২২০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেকটি মামলা

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

    ১৫ জুলাই ঢাবি ক্যাম্পাসে হামলার ঘটনায় ২২০ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আরেকটি মামলা

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস গত ১৫ জুলাই আন্দোলনরত  শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের  ২২০ জনের নাম উল্লেখ করে আরেকটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়াও অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে। 

    বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের  অন্যতম  সমন্বয়ক  আরমান হাসেন বাদী হয়ে রোববার সন্ধ্যায়  শআহবাগ থানায়  মামলাটি  দায়র করেন।  মামলা দায়ের শেষে  শাহবাগ থানা চত্তরে প্রেস ব্রিফিংয়ে আরমান বলেন, ‘শাহবাগ থানায়  দায়েরকৃত আগের মামলাটি থেকে হামলার মূল পরিকল্পনাকারীদের কিছু নাম বাদ পড়ে গেছে।’

    তিনি বলেন, এ মামলাটি পেনাল কোডের ৩২৬, ১০৯ এবং ১১৪ ধারায় দায়ের করা হয়েছে। 

    তিনি আরও বলেন,হামলার মূল পরিকল্পনাকারী ও সহায়তাকারী ছাড়াও ছাত্রলীগের নারী নেত্রীরা যারা  বেআইনিভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের হলগুলোতে বাধা দিয়েছেন তাদের বিরুদ্ধেও দ-বিধির ৩৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে। 

    মামলার প্রধান আসামিরা হলেন- ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শায়ন, সাধারণ সম্পাদক মো. তানবীর হাসান সৈকত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি ইমরাহিম সানিম ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি চৌধুরী আ.ন.ম নকিব আশরাফ।

    মামলার মূল পরিকল্পনাকারী, উসকানিদাতা এবং হামলার সাথে কারা জড়িত ছিল সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুল ধরেন প্রধান সমন্বয়কারী আব্দুল কাদের।

    মামলার বাদী আরমান আরও বলেন, ‘আমরা হামলাকারীদের শনাক্ত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি ...ঘন্টার পর ঘন্টা  হোমওয়ার্কের মাধ্যমে আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি এবং বেশ কয়েকবার পর্যালোচনা করা হয়েছে  যাতে অভিযুক্তের তালিকায় কোনো নিরপরাধ মানুষের নাম অন্তর্ভুক্ত না হয়।’

    ঢাবি ক্যাম্পাসে ১৫ জুলাই  হামলার  ঘটনায় পালিয়ে যাওয়া  প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ  আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত  ছাত্ররীগ নেতাদের নাম উল্লেখ করে এর আগে গত ২১ অক্টোবর  ৩৯১ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় আরেকটি  ফৌজদারি মামলা  দায়ের করা হয়।  

    সেদিন ছাত্রলীগের হামলার  শিকার হওয়া  বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকারের করা মামলায়  ৮০০-১০০০ অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়।
    প্রেস বিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও সমন্বয়ক রিফাত রশিদ।




    রাজনীতি - এর আরো খবর

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২৮ অক্টোবর, ২০২৪ ০৯:৩৩ পূর্বাহ্ন