শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওলামায়ে কেরাম জাতির সম্পদ। একেকজন আলেম আলোর মিনারস্বরূপ। 

    শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম চাকমারকুল মাদ্রাসা মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় সম্পর্ক আছে। একারণে আলেমসমাজ হচ্ছে গণশক্তির প্রতিভূ। এই শক্তিকে  মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

    ধর্ম উপদেষ্টা আরো বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। তিনি মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ধর্ম মন্ত্রণালয় হতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

    ওস্তাদের খেদমতের গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, ওস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই ওস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা কিংবা  প্রতিভা হলো আল্লাহর দান। এই মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়।

    মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তোমাদের দৃষ্টিকে প্রসারিত করতে হবে, অন্তরকে বড় করতে হবে। পৃথিবীটা সংকীর্ণ মনে করলে চলবে না, পৃথিবী অনেক বড়। নদীর দেখা পেলে সাগরকে অনুসন্ধান করতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

    খলিলিয়া ছিদ্দিকিয়া ফয়জুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এ সভায় ধর্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব(উন্নয়ন) মুঃ আঃ আউয়াল হাওলাদার, উপদেষ্টা একান্ত সচিব ছাদেক আহমদ, হাফেজ আবদুল হক, মাওলানা সিরাজুল ইসলাম শিকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

    পরে উপদেষ্টা রামু সরকারি কলেজ মসজিদ নির্মাণ  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৯ অক্টোবর, ২০২৪ ০৮:৫৯ পূর্বাহ্ন