শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শহীদ নাইমা-রাকিব পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

    নিজস্ব প্রতিবেদক

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন

    শহীদ নাইমা-রাকিব পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার

    বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিতে নিহত ‘শহীদ নাইমা সুলতানার পরিবারকে সমবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

    মঙ্গলবার (২০ আগস্ট ) বিকেলে রাজধানীর উত্তরায় ‘শহীদ নাইমা সুলতানা’র বাসায় শোকাহত পরিবারের সাথে দেখা করে একটি প্রতিনিধি দল। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে শহীদ নাইমা সুলতানার পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। 

    এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুসতাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, ছাত্রদলের এজিএস জান্নাতুল নওরীন উর্মি, ইডেন মহিলা কলেজের যুগ্ম-আহবায়ক জান্নাতুল ফেরদৌস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যানস্থাপনা সম্পাদক আজিম উদদীন মেরাজ, উওরা আধুনিক হাসপাতালের ডাক্তার তৌহিদ ও ডাক্তার নীল প্রমুখ।

    শহীদ নাইমা সুলতানা উত্তরার মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ফাস্ট গার্ল ছিল। তার মা আইনুন নাহার জানিয়েছেন, নাইমা’র স্বপ্ন ছিল সে একদিন ডাক্তার হবে। 
    এদিকে শোকাহত পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানিয়েছেন শহীদ নাইমা সুলতানা’র মা আইনুন নাহার।

    শহীদ নাইমা সুলতানা’র পিতার নাম গোলাম মোস্তফা। তিনি চাঁদপুর জেলার মতলব উওরে হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে কাজ করেন। তাঁদের দুই মেয়ে এবং এক ছেলে শুধু পড়াশোনার উদ্দেশ্য মায়ের সাথে ঢাকায় থাকতেন। শহীদ নাইমা সুলতানা তিন ভাইবোনের মধ্যে মেজ।

    গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের ৫ নং রোডের শেষ বাড়িটির চতুর্থ তলার বেলকুনিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান নাইমা সুলতানা। 
    এছাড়াও রাজধানী ঢাকার মোহাম্মদপুরে আইটিজেড স্কুল এন্ড কলেজ-এর শিক্ষার্থী শহীদ রাকিব হাসান-এর শোকাহত পরিবারের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’। 

    ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি রেহানা আক্তার শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ।
    মোহাম্মদপুরের বাসিন্দা জাকির হোসেনের সন্তান হলেন শহীদ রাকিব হাসান। তার গ্রামের বাড়ি লক্ষীপুরে। গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ‘শেখ হাসিনার পতন চেয়ে ছোট্ট দু’টি সন্তান সাথে নিয়ে রাজপথে ছিলেন জাকির হোসেন। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হয় ছোট্ট রাকিব হাসান। এসময় রাকিবের মা লক্ষীপুরে অবস্থান করছিলেন। 

    এদিকে, শোকাহত পরিবারের খোঁজ-খবর নেয়ার জন্য তারেক রহমান ও ড. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানিয়েছেন শহীদ রাকিব হাসান-এর পিতা জাকির হোসেন।
    এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ দৈনিক যুগান্তরের সাংবাদিক আমিনুল ইসলাম ইমন-এর সুচিকিৎসা নিশ্চিত করতে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান জিয়াউর রহমান ফাউন্ডেশন রিহ্যাবিলিটেশন টিম-এর নেতৃবৃন্দ। 

    এসময় উপস্থিত ছিলেন- ড্যাবের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাওন বিন রহমান ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ প্রমুখ।




    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ২১ অগাস্ট, ২০২৪ ০৯:৫১ পূর্বাহ্ন