শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • হাব সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন

    হাব সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান

    হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী ও মহাসচিব ফারুক আহমদ সরদার শনিবার এক বিবৃতিতে হাব সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। 

    তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার রক্তক্ষয়ী তীব্র আন্দোলনের মুখে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একটি কুচক্রী মহল হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার লিপ্ত রয়েছে- যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অপপ্রচারকারিরা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ  বিভিন্ন  মিডিয়ায় নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে হাব এর ভাবমুর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। তারা হাব এর বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও টিকিট সিন্ডিকেটের অভিযোগ এনে যে অপপ্রচার চালাচ্ছে তা বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

    হাব একটি অরাজনৈতিক ব্যবসায়িদের অলাভজনক সংগঠন হিসেবে কাজ করে আসছে। আল্লাহর মেহমান হাজীদের সেবায় নিয়োজিত হজ এজেন্সীগুলোর মালিকদের বেশির ভাগই এদেশের আলেম ওলামা ও ধর্মপ্রাণ নাগরিক। নিয়ম অনুযায়ী তাদের সরাসরি ভোটে হাব এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়ে আসছে। এখানে কখনও দলীয় বিবেচনা কোন সময়ই প্রাধ্যন্য পায় না। হাব এর বর্তমান কমিটিও তার ব্যতিক্রম নয়। হজ ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও সুন্দর করা এবং হজ এজেন্সীগুলোর সেবার কার্যক্রম করা হাব এর প্রধান কাজ। 

    ধর্ম মন্ত্রণালয় নির্ধারিত ও ঘোষিত হজ প্যাকেজ মূল্যের আলোকেই হাব এর হজ প্যাকেজ ঘোষিত হয়ে থাকে। এই প্যাকেজ মূল্য  নির্ধারণের সময় মতামত দেয়া ছাড়া হাবের আর কোন ভূমিকা থাকে না। হাব বরাবরই হজযাত্রীদের বিমান ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ কমিয়ে হজ প্যাকেজ মূল্য কমানোর জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রতি জোরালো অনুরোধ জানিয়ে থাকে।  হজের বিমান ভাড়া কমানোর জন্য প্রতিবছরই হাব জোর দাবী জানিয়ে আসছে। ধর্ম মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই বিমান ভাড়া নির্ধারণ করে থাকে। হজের বিমান ভাড়া কমানোর জন্য হজযাত্রী পরিবহন উন্মুক্ত করে দেয়ার জন্য হাব বছরের পর বছর দাবি জানিয়ে আসছে। ফলে বিমান ভাড়া নির্ধারণে এমনকি এ ব্যাপারে এখানে হাব-এর সিন্ডিকেটের অভিযোগ একেবারেই কাল্পনিক। হজের ব্যয় নির্ধারণের ক্ষেত্রে হাব এর অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেট করার কোন সুযোগই নেই বরং কোন এজেন্সী সরকার ঘোষিত প্যাকেজ মূল্য ও তার আলোকে হাব ঘোষিত প্যাকেজ মূল্যের আলোকে প্যাকেজ মূল্য নিয়ে হজযাত্রীদের সাথে কোন অনিয়ম করে থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অভিযুক্ত এজেন্সীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে এবং হাবও এই ধরনের অভিযোগ পেলে এজেন্সীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকে। 

    হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজে যেতে পারে তার জন্য দেশে হাব- এর তদারকি টিম সার্বক্ষণিক কাজ করে থাকে। অনুরূপ মক্কা মদিনায় ও হজযাত্রীদের সেবায় হাবের টিম কাজ করে থাকে। ফলে গত কয়েক বছরে হজ এজেন্সীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অনেক কমে এসেছে। কিছু এজেন্সীর বিরুদ্ধে কখনো কখনো  অনিয়মের অভিযোগ উঠে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। প্রতারণার শিকার হয়ে কোন হজযাত্রীর হজ যাত্রায় অনিশ্চয়তা দেখা দিলে হাব সংশ্লিষ্ট হজযাত্রীকে পাঠানোর জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে। এই কারণে  সাম্প্রতিক বছরগুলোতে প্রতারণার শিকার হয়ে হজে যেতে না পারার অভিযোগ নেই বললেই চলে। হজ ব্যবস্থাপনায় শৃংখলা প্রতিষ্ঠার কারনে হাব বিভিন্ন মহলে যেখানে প্রশংসিত সেখানে হাবের বর্তমান কমিটির বিরুদ্ধে যেসব অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচারণা চালানো হচ্ছে তা খুবই দু:খজনক। 
    আমরা এধরণের বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি। কোন স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ও তথ্য যাচাই-বাছাই না করে হাব এর বিষয়ে কোন নেতিবাচক খবর প্রচার না করার জন্য আমরা সংবাদ মাধ্যমসহ সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। 
     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৮ অগাস্ট, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন