শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বাসায় বদলে গেছে খালেদা জিয়ার রুটিন

    মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা

    নিজস্ব প্রতিবেদক

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

    বাসায় বদলে গেছে খালেদা জিয়ার রুটিন
    বাসায় ফিরছেন খালেদা জিয়া/ফাইল ছবি

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দৈনন্দিন রুটিন অনেকটা বদলে গেছে । প্রায় তিন মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার গত মঙ্গলবার বাসায় ফেরার পর গত তিনদিন গুলশানের বাসভবন ফিরোজার দোতলায় নিজকক্ষে শুয়ে-বসে সময় কাটাচ্ছেন তিনি। একইসঙ্গে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রমও চলছে।


    জানা গেছে, করোনা ঝুঁকির কারণে নেতাকর্মীদের আপাতত সাক্ষাৎ করতে নিষেধ করা হয়েছে। দিনে ও রাতে দুইজন নার্স দুই শিফটে ডিউটি করছেন।
    মঙ্গলবার রাতে বোন সেলিমা ইসলাম খালেদা জিয়ার পছন্দের খাবার নিয়ে বাসায় আসলে তিনি সে খাবার খান। একই সঙ্গে বোনের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন। এরপর লন্ডনে থাকা ছেলে, ছেলের বউ, নাতনিদের সঙ্গে টেলিফোনে কথা বলে সময় কাটান। সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করেন। এরপর হুইল চেয়ারে করে কিছুটা সময় বারান্দায় রোদ পোহান। এছাড়া টেলিভিশন দেখে ও বই পড়ে সময় কাটান।


    মেডিকেল বোর্ডের সদস্য ডা. আল মামুনসহ দুইজন চিকিৎসক বুধবার বিকেলে বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন। নতুন কোনো জটিলতার সৃষ্টি হয়নি। এ দিনও সেলিমা ইসলাম খালেদা জিয়াকে দেখতে যান। পরদিন বৃহস্পতিবার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও গিয়েছিলেন তাকে দেখতে।


    বর্তমানে খালেদা জিয়ার সঙ্গে আছেন গৃহকর্মী ফাতেমা ও রুপা। তারাই সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন। খাবারের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরেছেন। প্রিয় খাবারের মধ্যে রয়েছে স্যুপ, ছোট মাছ, মুরগির মাংস ও সবজি। করোনা পরিস্থিতি ও শারীরিক ঝুঁকি বিবেচনায় রেখেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে চিকিৎসা চলছে।


    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল। করোনার কারণে নেতাকর্মীদের সেখানে যেতে নিষেধ করা হয়েছে।


    খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন শুক্রবার জানিয়েছেন, ম্যাডামকে বাসায় রেখে চিকিৎসা দিচ্ছেন মেডিকেল বোর্ড। প্রতিদিন মেডিকেল বোর্ডের কোন না কোন সদস্য তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা -নিরিক্ষা করেন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী তাকেঁ চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সাবসাধনা অবলম্বন করেই সব করা হয়ে থাকে।


    তিনি আরও বলেন তাঁর যে কোন স্বাস্থ্য ঝুকিঁর সম্ভাবনা সব সময় রয়েছে। কারণ তাঁর লিভার সিরোসিসের যে চিকিৎসা, সেটা কিন্তু আমরা করতে পারিনি এখনও। এ দেশে এর চিকিৎসা সম্ভব নয়।


    এর আগে খালেদা জিয়া বাসায় ফেরার  দিন সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। তিনি এখনও সুস্থ নন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। গত ১৩ নভেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় তাঁকে বাসায় পাঠানো হয়েছে। সেখানে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় তার জন্য।


    বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো পসিবল ট্রিটমেন্ট ছিল, তা আমরা দিয়েছি। আমরা হসপিটালের ডাক্তারদের সাথে, বাইরের কনসালটেন্টের সাথে, অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছি। আমরা বিদেশি কনসালটেন্টদের সাথে ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়ার কনসালটেন্টদের সাথে কথা বলেছি। সবারই একই মত যে, আপাতত আমরা কনট্রোল করেছি। বাট সি নিডস টু গো এবরোড ফর হার পারমেন্ট ট্রিটমেন্ট। বিএনপি চেয়ারপারসনকে বিদেশ পাঠাতে তার দলের দাবি তোলার পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আবেদন হলেও আইনি জটিলতার কথা বলে আসছে সরকার।

     

     




    রাজনীতি - এর আরো খবর

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত : রিজভী

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ৪ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:৩৮ অপরাহ্ন