শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে: অভিযোগ মির্জা আব্বাসের

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মে, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ন

    সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে: অভিযোগ মির্জা আব্বাসের

    ‘দুর্নীতি-লুটপাট’ করে সরকার দেশকে ‘তলাবিহীন’ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। শুক্রবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ‘গণদোয়া’ পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য এই অভিযোগ করেন।

    তিনি বলেন, ‘‘ একমাত্র শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্য্যন্তরে সিলেট যুদ্ধ করেছেন সরাসরি নিজে। জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যেই কাজটা তাদের করার কথা ছিলো ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছেন।”

    ‘‘ সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র সাড়ে তিন বছর… এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গেছেন… তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশকে। সেই বাংলাদেশকে আবারো তলাবিহীন করে ফেলেছে এই সরকার।”

    মির্জা আব্বাস বলেন, ‘‘ পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেয়া হয়েছে… বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে্ছে।”

    ‘‘ আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে… বিদ্যুৎ-তেল এগুলো দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর অ্যাফেক্ট পড়ে।”

    ‘এখন বর্গীরা ক্ষমতায়’

    মির্জা আব্বাস বলেন, ‘‘এই বাংলাদেশ এতো দুরাবস্থা কেনো? এই দেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আগে শুনতাম বর্গীরা দেশে আসতো লুট করে চলে যেতে। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে।”

    ‘‘ তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন।”

    জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির উদ্যোগে এই গণদোয়া অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে মহানগর দক্ষিনে বিভিন্ন ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের নেতা-কর্সী-সমর্থকরা এই দোয়ায় শরিক হন। জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা এই দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

    ‘বিএনপি আজীবন থাকবে’

    মির্জা আব্বাস বলেন, ‘‘ আজকে এতোদিন পরেও যারা একসময় বলেছিলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই। যারা ভা্বে, বিএনপি থাকবে না কিংবা থাকবে না… তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন।”

    ‘‘ বিএনপি মানুষের মননে-মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকল রকমের বালা-মসিবত-বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হতে একমাত্র স্বাধীনতা নিরাপদ কারণ এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপিই একটা দল যার হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ, অন্যকোনো দলের হাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়।”

    ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে’

    মির্জা আব্বাস বলেন, ‘‘ পত্রিকায় দেখলাম ঘুম থেকে উঠেই, এক লিটারে জ্বালানি তেলের দাম আড়াই টাকা বাড়িয়ে দেয়া হয়েছে… বুঝতে পারছেন। এক লিটার তেলের দাম যদি আড়াই টাকা বাড়ায় এমনিতে তো দ্রব্যমূল্যের ঊধর্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠে্ছে।”

    ‘‘ আর আড়াই টাকা জ্বালানি তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কত জিনিস আছে… বিদ্যুৎ-তেল এগুলো দাম বাড়লে এটা মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, প্রতিটা জায়গায় এর অ্যাফেক্ট পড়ে।”

    ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখেন।




    রাজনীতি - এর আরো খবর