শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নারী দিবসে নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ, পুলিশের বাধায় পন্ড র‌্যালি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ মার্চ, ২০২৪ ০৮:০৮ অপরাহ্ন

    নারী দিবসে নয়াপল্টনে মহিলা দলের সমাবেশ, পুলিশের বাধায় পন্ড র‌্যালি

    পুলিশি বাধায় বিশ্ব নারী দিবসের র‌্যালি করতে পারেনি ‘জাতীয়তাবাদী মহিলা দল’। শুক্রবার সকালে সংগঠনটির নেতা-কর্মীরা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র‌্যালি বের করলে পুলিশ বাধা দেয়। নেতা-কর্মীরা নানা শ্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানায়। পরে পুলিশ তাদেরকে ঘিরে ফেলে। এক পর্যায় নারী কর্মীরা ৪/৬ মিনিট শ্লোগান দিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।

    মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘‘ এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিলো না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র‌্যালি পন্ড করে দেয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

    পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘‘ যেটা পারমিশন ছিলো উনার সমাবেশ করেছেন বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দেয়নি। যতটুকু পারমিশন ছিলো সেটা আমরা করতে দিয়েছি।”

    র‌্যালি কেনো করতে দিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘‘ উনারদের বক্তব্য দেয়ার পারমিশন ছিলো বক্তব্য দিয়েছেন। আজকে জুমার সময় গাড়ি চলাচল করছে এই র‌্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য্ আমরা সেটা করতে দেয়নি। যতটুকু পারমিশন ছিলো ততটুকু আমরা করতে দিয়েছি।”

    সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে বিএনপির নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা সমবেত হয়। 

    বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘ আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। আজকে তাদের দুরাবস্থার কথা বলতে হয়… বাংলাদেশ আজকে একটা ধর্ষণের দেশে পরিণত হয়েছে… এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সাপ্তাহ না যখন দেশের নারীদের ওপর নির্যাতন চলছে, ধর্ষন চলছে।”

    ‘‘ তার চেয়ে বড় দূঃথের ও কষ্টের বিষয় হচ্ছে, এই ধর্ষণের ব্যাপারে কোনো বিচারের প্রয়োগ আমরা দেখতে পারছি না।কারণ এই ধষর্ণের সাথে ক্ষমতাসীনদের অনেকে জড়িত, তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা জড়িত। আরো দূঃখের বিষয় এই বিষয়ে যারা নারী বাদী হিসেবে পরিচয় দেন, যারা নারীদের পক্ষে কাজ করে বলেন তারা কিন্তু খুব একটা সোচ্চার হচ্ছেন না। কারণ হচ্ছে তারাও ভয়ভীতির পরিবেশের মধ্যে আছে। নারীদের ওপর ধষর্ণের বিষয়ে কেউ মুখ খুলে কথা বলছে না।” তিনি বলেন, ‘‘ সারা  দেশে ভয়ভীতির একটা পরিবেশ বিরাজ করছে… কেউ মুখ খুলতে চাচ্ছে না।”

    এই অবস্থার উত্তরণে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘‘আগামী দিনের বাংলাদেশ যদি আমরা নারীদের ক্ষমতায় করতে চাই প্রথমে বাংলাদেশের নাগরিকদের ক্ষমতায় করতে হবে। দেশের নাগরিকরা যদি অধিকারহীন হয়ে যায়, ভোটাধিকার কেড়ে নেয়া হয় তাহলে নারীদের ক্ষমতায়নের সুযোগ থাকবে না, কারো ক্ষমতায়নের সুযোগ থাকবে না।”

    বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

    আফরোজা আব্বাস বলেন, ‘‘ আমরা চাই, আমরা নারী সমাজ মিলে যেন দেশটা, সমাজটাকে বদলে দিতে পারি। যে সমাজে আমরা রুখে দাঁড়াতে পারব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারব, মাথা সকলে উঁচু করে দাঁড়াতে পারব এবং নারীদের পক্ষে দাঁড়াতে পারবো সেই সমাজ চাই আমরা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন…তিনি যে আন্দোলন করতেন তার একটাই দাবি ছিলো… দেশ বাঁচাও মানুষ বাঁচাও।”

    দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে মহিলা দলের কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে মহিলা দলের প্রধান বলেন, ‘‘ আজকে আমরা শপথ নিতে চাই, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, নারীর অধিকার ফিরিয়ে আনব, দেশ বাঁচাব, মানুষ বাঁচার, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব।”

    মহিলা দলের আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে মহিলা দলের হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা আরলি, নায়েবে ইউসুফ, শাহানা আখতার সানু, রুমা আখতার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বিশ্ব নারী দিবসে মহিলা দলের র‌্যালি উপলক্ষে সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও ছিলো সেখানে।




    রাজনীতি - এর আরো খবর