জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও সহধর্মিণী শেরিফা কাদের এমপির আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ মাগরিব মোহাম্মদপুরে শেরশাহশুরি রোড জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম সেন্টু।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এর শারীরিক সুস্থতা কামনায় অনুষ্ঠানে বিশেষভাবে দোয়া করা হয় ।
সর্বোপরি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে মাগফিরাত ও জান্নাতের কামনায় দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় ওলামা পার্টির সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ক্বারী হাবিবুল্লাহ বেলালী ।
উক্ত কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিতিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,এ্যড মমতাজ উদ্দিন, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম কোষাধ্যক্ষ এ্যড মোঃ আবু তৈয়ব, কেন্দ্রীয় নেতা মোঃ রেজাউল করিম রেজা, মোঃ আলমগীর হোসেন। শেরিফা এমপির এপিএস হান্নান, মহানগর উত্তরের নেতৃবৃন্দের মধ্যে মোঃ মাহফুজ মোল্লা, এস এম হাসেম, মোহাম্মদ আলী, বজলুর রহমান মৃধা, মনির হোসেনসহ প্রমূখ।