দীর্ঘ ৭৪ দিন তথা প্রায় আড়াই মাস পর বৃহস্পতিবার খুলছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে বিকেল ৩টায় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি। কয়েকদিন আগে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে খোলা হয়।