শনিবার, বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ওয়াটারকিপার বাংলাদেশ ও গ্লোবাল ল'থিংকার্স সোসাইটি সহ আরও কয়েকটি সংগঠনের যৌথ আয়োজনে, "Global Day of Action for Climate Justice" উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলার ন্যায় পিরোজপুরে জেলার জলবায়ুর ন্যায্যতার দাবিতে মানববন্ধন পালিত হয় ।উক্ত মানব বন্ধনে বিভিন্ন স্তরের জনসাধারণের উপস্থিত ছিল এবং বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধে বিভিন্ন ধরনের অনবয়নযোগ্য জ্বালানি প্রকল্প থেকে পর্যায়ক্রমে বের হয়ে আসার বিকল্প নেই। ধনীদেশগুলোর অসহযোগিতার ফলে এ ধরনের পরিবেশ বিধাংসিক কার্যক্রম থেকে বের হয়ে আসতে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না। জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় এ সকল কর্মসূচির মাধ্যমে আমরা নীতি নির্ধারকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে বক্তারা আরো বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ সম্মেলন ও ইউ এন এ সি ক্লাইমেট এমডিশন সামিতে অংশ নিতে যাওয়া বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আলোচনা সীমাবদ্ধ না থেকে কার্যকারী পদক্ষেপ নিতে আহ্বান জানান ।