মোহাম্মদপুর থানা বিএনপি ও বিগত নির্বাচনে ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুস সালামের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার বিকেলে মোহাম্মদপুর হাউজিং সোসাইটি এলাকায় তিন শতাধিক গরীব, দুস্থ, অসহায় নারী পুরুষ ও শিশুদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সোহেল রহমান, আদাবর থানা বিএনপির সভাপতি আক্তরুজ্জামান, মোহাম্মদপুর থানা বিএনপির ষবাপতি ওসমান গণি শাহজাহান, থানা ব্এনপি নেতা বজলুর রহমান, জামাল হোসেন, দেলোয়ার হোসেন মামুন, যুবদল নেতা ফয়সাল, মান্নান হোসেন, শুকুর আহমেদ প্রমুখ।