বিভিন্ন দাবিতে ডাকা তিন দিনের অবরোধের শুরুতেই মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও রাস্তা অবরোধ করেছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এসময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
সূত্রমতে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের অবরোধ কর্মসূচি পালনের সময় এ ঘটনা ঘটে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় দুটি বাসও ভাঙচুর করা হয়।
অবরোধের সমর্থনে সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে সাইনবোর্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মন্টু মেম্বার সভাপতি নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দল, সালাউদ্দিন সালু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের রহমান জিকু সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।
বিজয় নগর পানির ট্যাঙ্কি থেকে পল্টন মোড় পর্যন্ত ছাত্রদলের অবরোধ মিছিলে উপস্থিত ছিলেন মো: সাফি ইসলাম, যুগ্ম-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আরো উপস্থিত ছিলো কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শিপন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক মো: আসাদুজ্জামান রিংকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সম্পাদক সাকিব এবং শামিম শুভ মহানগরী পুর্ব ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক নাইম, বায়জিদ, দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক রিযাজ এবং শাহবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। সকালে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিতে দেখা গেছে ছাত্র সংগঠনের এই নেতাকর্মীদের। এ বিক্ষোভের নেতৃত্বে দিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহ সভাপতি নাছির উদ্দিন নাছির।
বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহ সভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মোঃ মোস্তাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ সাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মোঃ শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পূ মোঃ হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল,কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু
এবং রাফাত জামান গাফ্ফার আহবায়ক,সবুজবাগ থানা সহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ।
৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি। তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ মঙ্গলবার ।
৭২ ঘণ্টার এই অবরোধ ভোর ৬ টা থেকে শুরু হয় যা ২ নভেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। অবরোধকে সমর্থন করে জামায়ত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে যাচ্ছেন।
‘দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দূর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষে’ এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অন্যদিকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নেতাদের মুক্তি সহ বিভিন্ন দাবিতে একই কর্মসূচি দেয় জামায়াত।