জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত পল্টনের যুব সমাবেশে মানিকগঞ্জ জেলা যুবদলের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।
সোমবার ১৬ (অক্টোবর) বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজ খান রিতার দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দীপুর নেতৃত্বে জেলা, ৭ উপজেলা এবং ২ পৌর ইউনিটের কয়েক হাজার নেতা কর্মী সরকার পতনের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে বিক্ষোভ মিছিল করে যুব সমাবেশে যোগদান করেন।
আফরোজা খানা রিতা বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা তথা ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ সর্বস্তরের নেতাকর্মী রাজপথ ছাড়বে না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অবৈধ সরকার পতন ঘাঁটি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। ফিরিয়ে না হবে ভোটাধিকার সহ জনগণের মৌলিক মানবাধিকার। সেই দীপ্ত শপথের লক্ষ্যেই পল্টনের যুব সমাবেশে আজকের এই অংশগ্রহণ।