আব্দুর রব খান কলির কুলখানি আজ

নিজস্ব প্রতিবেদক

১৮ অগাস্ট, ২০২৩ ০৭:৩৩ পূর্বাহ্ন

আব্দুর রব খান কলির কুলখানি আজ

ঢাকাস্থ  বাসা ৩৪ রোড১৭/এ ব্লক-ই বনানী নিবাসী সাবেক সচিব মরহুম আব্দুল ওয়াহেদ খানের দ্বিতীয় পুত্র অভিবক্ত বাংলার পার্লামেন্ট সদস্য বাদশাহ মিয়ার জৈষ্ঠ কন্যা মরহুম মরিয়ম আক্তারী বেগম(শেফালী) এর দ্বিতীয় পুত্র এবং বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী আব্দুর রউফ খান (নবাব) এর ছোট ভাই  আব্দুর রব খান (কলি) গত ১৫ আগষ্ট  বিকাল সাড়ে তিনটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক উঁচু স্তরে জড়িত ছিলেন এবং সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬১ বছর এবং তার স্ত্রী আছেন এলিনা, যিনি সাবেক মন্ত্রী আব্দুল মজিদ খানের কন্যা। মরহুমের নামাজে জানাজা সেইদিন রাত বাদ এশা বনানী জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং বনানী গোরস্থানে মা'র কবরে দাফন সম্পন্ন হয়। ১৮ আগষ্ট শুক্রবার বাদ আছর মরহুমের কুলখানি বড় ভাইয়ের বাসভবন বাসা৩৪ রোড১৭/এ ব্লক-ই ফ্ল্যাট ৪০২এ অনুষ্ঠিত হবে। মরহুমের কুলখানিতে সকল গুণগ্রাহী গণকে অংশগ্রহণ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।




বিবিধ - এর আরো খবর