শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে: আমু

    নিজস্ব প্রতিবেদক

    ৬ অগাস্ট, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন

    বিএনপি আবারও ষড়যন্ত্র শুরু করেছে: আমু

    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা আমির হোসেন আমু এমপি বলেছেন সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও ষড়যন্ত্র ও প্রহসনের রাজনীতি শুরু করেছে। আন্তর্জাতিক কোনো কোনো শক্তি এতে ইন্ধন জোগাচ্ছে।

    শনিবার রাতে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদতবার্ষিকী ও শোকাবহ আগস্ট ২০২৩ উপলক্ষ্যে 'আমরা সূর্যমুখী' আয়োজিত 'জনক তুমি বাংলাদেশ' শীর্ষক স্মরণসভা, বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    আমির হোসেন আমু বলেন, বিএনপি'ই বিভিন্ন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাছাড়া এটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত কোন পদ্ধতি নয়। তিনি বলেন, বিএনপি জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। জামায়াতকে তারা এর সঙ্গে যুক্ত করেছে। তিনি আগস্ট মাসে শোককে শক্তিতে রূপান্তর করে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য দেশবাসীকে আহবান জানান।

    অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, ভারত-পাকিস্তান বিভক্তি বা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে যে বাঙালির মুক্তি ঘটবে না তা জাতির পিতা বঙ্গবন্ধু আগেই অনুধাবন করতে পেরেছিলেন। এটি বঙ্গবন্ধুর দূরদর্শিতার স্বাক্ষর বহন করে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে ১৯৪৭ সালের ৭ই জুলাই বঙ্গবন্ধু কোলকাতার এক সভায় বাংলা ভাষার ওপর আক্রমণের আশঙ্কা প্রকাশ করেছিলেন যা তৎকালীন ইত্তেহাদ পত্রিকায় প্রকাশিত হয়। এরপর ১৯৪৭ সালের ৭ই আগস্ট অনুরূপ এক ঘরোয়া সভায় বঙ্গবন্ধু আশঙ্কা প্রকাশ করলেন যে ভারত-পাকিস্তান বিভক্তি বাঙালির চূড়ান্ত মুক্তি ঘটাবে না। বঙ্গবন্ধু ছিলেন ভাষা আন্দোলনের অগ্রসেনানী। ১৯৪৮ সালের ১১ মার্চ ভাষার দাবিতে তিনিই প্রথম গ্রেফতার হন। পরবর্তীতে তাঁরই নেতৃত্বে বিভিন্ন ধারাবাহিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়।


    সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে সাহসী ভূমিকা নিয়েই 'আমরা সূর্যমুখী' নামক সংগঠনের যাত্রা শুরু হয়। কে এম খালিদ বলেন, আগস্ট আমাদের দিয়েছে অনেক কিন্তু কেড়ে নিয়েছে সর্বস্ব। এ মাসেই জন্মগ্রহণ করেছেন মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। এ মাসে আরও জন্মগ্রহণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক সংস্কৃতি ও ক্রীড়া আন্দোলনের পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল। আর এ মাসেই আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের ১৭জন সদস্যকে।

    অনুষ্ঠানমালা উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদ এর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


    তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যে ১৯৭৫ সালের ৩০ নভেম্বর আমরা সূর্যমুখী নামক সাংস্কৃতিক সংগঠনের জন্ম হয়। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ স্বাধীন হওয়া তো দূরের কথা, আমরা বাঙালি হিসাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার পেতাম না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করতে হবে। একইসঙ্গে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো, তাদের খুঁজে বের করতে দ্রুত একটা তদন্ত কমিশন গঠন করতে হবে। ইতোমধ্যে তদন্ত কমিশন গঠনের খসড়া প্রস্তুত হয়েছে মর্মে জানতে পেরেছি।

    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত শিকদার, নন্দিত অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহিদ কবীর। স্বাগত বক্তৃতা করেন 'আমরা সূর্যমুখী'র নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম।

    অনুষ্ঠানে আহসান কবীর টুটুল এর সম্পাদনায় বঙ্গবন্ধুর শেষ উচ্চারণ 'তোরা কী চাস' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন শাকিলা মতিন মৃদুলা। পরে বিশিষ্ট সংগীতশিল্পী মাহবুব রিয়াজ ও শিউলি আহমেদ এর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর

     পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    পিআর নিয়ে আবারও যে মন্তব্য মির্জা ফখরুলের

    ৬ অগাস্ট, ২০২৩ ০৯:৩৭ পূর্বাহ্ন