বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারির সফরের মধ্যেই আজ বেলা দুইটায় নয়াপল্টনে এই সমাবেশ হবে।
এছাড়া রাজধানীর ১২টি জায়গা থেকে যুগপৎভাবে একই ঘোষণা দেবে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, গণ অধিকার পরিষদ, গণফোরাম, এবি পার্টিসহ ৩৭টি রাজনৈতিক দল ও জোট।
দলীয় সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের ‘যৌথ ঘোষণা’ ও ‘এক দফার’ যাত্রার দিনটিকে তাৎপর্যপূর্ণ করতে সমাবেশে লক্ষণীয় উপস্থিতি নিশ্চিত করতে চান দলের শীর্ষ নেতৃত্ব। ঢাকা মহানগরের বাইরে এই সমাবেশে সাভার, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদীসহ ঢাকার আশপাশের জেলা থেকেও নেতা–কর্মীরা সমাবেশে অংশ নেবেন। গতকালই ঢাকা মহানগর পুলিশ ২৩ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে। বহু বছর পর সমাবেশের জন্য ঢাকায় মাইকে প্রচার চালানোর সুযোগ পেয়েছে দলটি।
১২টি জায়গা থেকে ৩৭টি দলের ঘোষণা
বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর একাধিক সূত্র জানিয়েছে, আজ বিকেলে প্রায় কাছাকাছি সময়ে ঢাকার ১২টি জায়গা থেকে সরকার হটানোর এক দফার ঘোষণা দেবে ৩৭টি রাজনৈতিক দল। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামতে কী কী পদক্ষেপ নেবে, সেই ঘোষণাও দেওয়া হবে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানিয়েছে, গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবে, ১২–দলীয় জোট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, জাতীয়তাবাদী সমমনা জোট জাতীয় প্রেসক্লাবের সামনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে, গণফোরাম-পিপলস পার্টি আরামবাগে, গণ অধিকার পরিষদ (নূর) কালভার্ট রোডের কেন্দ্রীয় কার্যালয়ে, অপর অংশ জাতীয় প্রেসক্লাবে, গণতান্ত্রিক বাম ঐক্য, গণতান্ত্রিক পেশাজীবী জোট ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ প্রেসক্লাবের সামনে, লেবার পার্টি নয়াপল্টনে দলটির কার্যালয়ে আজ এক দফার ঘোষণা দেবে। এ ছাড়া একই সময়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এক দফার প্রতি সমর্থন জানাবে আমার বাংলাদেশ পার্টিও (এবি পার্টি)।