শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জুলাই, ২০২৩ ০৯:৫১ অপরাহ্ন

    নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করেছেন।

    শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা যুব মহিলা লীগ আয়োজিত যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    দীপু মনি আরো বলেন, নারীর অধিকার ও মানবাধিকারের উপর বিশ্বাস রেখে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন সমাজ চেয়েছিলেন। নারী পুরুষ  যেন সকল  ক্ষেত্রে  সমানভাবে এগিয়ে  যেতে পারে সেজন্য সকল পদক্ষেপ গ্রহণ করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যার ফলশ্রুতিতে আজ নারীর ক্ষমতায়নে আমাদের দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

    মন্ত্রী যুবমহিলা লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, দলের ঐক্য বজায় রাখতে সকলকে কাজ করতে হবে, আগামী কয়েক মাস দলের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়ন কার্যক্রমের চিত্র তুলে ধরতে হবে।

    জেলা যুব মহিলা লীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহানা জাফর রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোওয়ারী,  চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি প্রমুখ বক্তব্য রাখেন।

    এর আগে চাঁদপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে সংগঠনের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    পরে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান  শেষে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় আওয়ামী লীগ, মহিলা লীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর