শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন

    হাজীদের কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জুন, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ন

    হাজীদের কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

    সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান ও খুতবা শোনার মধ্য দিয়ে মঙ্গলবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেন হাজীরা। সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলমান দিনভর অবস্থান করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বিদায় হজের স্মৃতিবিজড়িত ওই এলাকায়। সবার কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাত ময়দান।

    গত সোমবার পবিত্র মক্কা থেকে মিনায় গিয়ে নির্ধারিত তাঁবুতে অবস্থানের মধ্য দিয়ে এবারের হজের পাঁচ দিনের ধারাবাহিক কার্যক্রম শুরু করেন হজ পালনকারীরা। দ্বিতীয় দিনে হজের মূল কাজ হিসেবে মঙ্গলবার ঐতিহাসিক আরাফাত ময়দানে পৌঁছান অধিকাংশ হজ পালনকারী। সোমবার মধ্যরাত থেকেই বাসে করে আরাফাত ময়দানে উপস্থিত হওয়া শুরু করেন হাজিরা। এ সময় যানবাহনের দীর্ঘ সারি পরিলক্ষিত হয়। এছাড়া অনেককে মঙ্গলবার ফজর নামাজ আদায়ের জন্য মসজিদে নামিরায় উপস্থিত হতে দেখা যায়। দিনের আলো ফোটার পর অনেকে পায়ে হেঁটেও আরাফাত এলাকায় হাজির হন অনেকে। নিয়মানুযায়ী সেখানে অস্থায়ী তাঁবু, মসজিদে নামিরা এবং আশপাশের খোলা স্থানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন সবাই। খুতবা শোনা ছাড়াও অনেকে ব্যক্তিগত ইবাদত-বন্দেগিতে সময় কাটান।

    স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টায়) মসজিদে নামিরা থেকে হজযাত্রীদের উদ্দেশে খুতবা শুরু হয়। খুতবা দেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সাঈদ। খুতবায় বিশ্ব মুসলিমের দিক-নির্দেশনামূলক নানা বিষয় তুলে ধরেন তিনি।

    আরবিতে দেয়া হজের খুতবা তাৎক্ষণিকভাবে অনুবাদ করে আরও ২০ ভাষায় স¤প্রচার করা হয়। এবার টানা চতুর্থবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা শোনা যায়। এবার খুতবার বাংলা অনুবাদ করেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সঙ্গে আরও রয়েছেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই সৌদির বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
    মানারাতুল হারামাইন অ্যাপ, আল কোরআন চ্যানেল ও আস সুন্নাহ চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমের ইউটিউব, ফেসবুক ও টুইটারে খুতবাটি শোনা যায়।

    আরাফাত ময়দানে অবস্থান করাই হজের অন্যতম মূল কাজ। চার বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফা সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে এক মাইল বিস্তৃত।

    হজের খুতবা শেষে জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্ত করে একত্রে আদায় করা হয়। নামাজে ইমামতি করেন শায়খ ইউসুফ।
    এরপর সূর্যাস্ত পর্যন্ত হাজীরা আরাফার ময়দানে অবস্থান করে আল্লাহ তায়ালার জিকির-আসকার ইবাদতে দোয়ায় মশগুল ছিলেন। এর পর মুজদালিফার উদ্দেশে আরাফার ময়দান ত্যাগ করেন সবাই। মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ এশার ওয়াক্তে একত্রে পড়েন এবং সেখানে সারা রাত অবস্থান করেন। মিনায় জামরাতে নিক্ষেপ করার জন্য ৭০টি পাথর সেখান থেকে সংগ্রহ করেন।
    বুধবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা মিনায় ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথার চুল ছেঁটে (ন্যাড়া করে) গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন। এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। সাফা ও মারওয়ায় ‘সাঈ’ (সাতবার দৌড়ানো) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন।

    মিনায় আরও দুই দিন অবস্থান করে তিনটি (বড়, মধ্যম, ছোট) শয়তানকে মোট ২১টি পাথর নিক্ষেপ করবেন। আবার মক্কায় গিয়ে বিদায়ি তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন হাজীরা।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    হজে আরও ৯১ নতুন এজেন্সির অনুমোদন

    ২৮ জুন, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৮ জুন, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৮ জুন, ২০২৩ ১২:০০ পূর্বাহ্ন