ভারতে করোনার ওমিক্রন ধরন ছড়াচ্ছে। দেশটির ১২টি রাজ্যে ওমিক্রন ২০০ কেস শনাক্ত হয়েছে। বেশির ভাগই পশ্চিমের রাজ্য মহারাষ্ট্র এবং দেশের রাজধানী নয়াদিল্লিতে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্রমতে, গত এক সপ্তাহের মধ্যে দেশটির ওমিক্রন আক্রান্ত দ্বিগুণ হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ৪০ শতাংশেরও কম ক্ষেত্রে রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে ভারতে ব্যাপকহারে টিকা কার্যক্রম চালাচ্ছে। দেশটির ৯৪ কোটি ৪০ লাখ প্রাপ্তবয়স্কের মধ্যে ৮৭ শতাংশকে কমপক্ষে এক ডোজ টিকা দেওয়া হয়েছে।