শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান। সামাজিক, সাংস্কৃতিক ও অরাজনৈতিক সংগঠন (সুস্থ সংস্কৃতি বিকাশে আমরা অঙ্গীকারবদ্ধ) কবি সুকান্ত স্মৃতি সংসদের পক্ষ থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
এসময় মো. বজলুর রহমানকে উদ্দেশ্য করে আয়োজকরা বলেন, আপনি আন্তরিকতার সাথে শিক্ষা বিস্তার ও মানব কল্যাণে বিশেষ অবদান রেখেছেন। নিঃসন্দেহে আপনার এ অবদান কৃতিত্বপূর্ন। আপনি দেশ ও জাতির গৌরব। এ অসামান্য কৃতিত্বের জন্য আপনাকে কবি সুকান্ত স্মৃতি সংসদ-এর পক্ষ থেকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হলো। আপনার এ মহতী কর্মকান্ড দেশ ও জাতির অগ্রগতি ও সমৃদ্ধির পথ উন্মোচনে অতিশয় ভূমিকা রাখবে।
