সেন্ট্রাল আমেরিকা থেকে আসা শতাধিক অভিবাসী নিয়ে মেক্সিকোর ছিয়াপাশ শহরে একটি ট্রাক উল্টে ৫৩ জন নিহত হয়েছে। শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটে। বিবিসির খবরে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেন্ট্রাল আমেরিকাতে ছড়িয়ে পরা দারিদ্রতা ও সহিংসতা থেকে রক্ষা পেতে অনেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে যেতে চেষ্টা করে। যাদের কিছু অবৈধ মানব পাচারকারীদের দ্বারস্থ হন। এসব মানব পাচারকারীরা অভিবাসীদের ঝুঁকিপূর্ণ ট্রাকে বোঝাই করে যুক্তরাষ্ট্র সীমান্ত নিয়ে আসে ।
এদিকে ট্রাক দুর্ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে টুইটারে পোস্ট করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ম্যনুয়েল লোপেজ। গুয়েতেমালার প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, অবৈধভাবে অভিবাসী হওয়া কতটা বিপদজ্জনক এই ঘটনা তারই প্রতিফলন।