থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২৩ শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী। নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলেছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি। জেলা কর্মকর্তা জিদাপা গণমাধ্যমকে জানান, বন্দুকধারী যখন দুপুরের খাবারের সময় কেন্দ্রে ঢুকে তখন ৩০ জন শিশু ছিল।
পুলিশ বলেছে, হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তা পানায়া কামড়াব মাদক-সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন। বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে। থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।