ঢাকা মেডিকেল কলেজের নবজাতক ও শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. টাবলু আব্দুল হানিফের মেয়ে ফারিয়াহ মানার বোস্টন ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ হাজার ডলারের স্কলারশিপ পেয়েছেন। এর আগে সব পরীক্ষায় স্টার মার্কস পায় ফারিয়া মানার।
নিজের ফেসবুক স্ট্যাটাসে মেয়ের স্কলারশিপের খবর দিয়ে ডা. টাবলু আব্দুল হানিফ বলেন, স্কলারশিপ নিয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে সে পড়বে কিনা তা একদম তার নিজের বিষয়। আল্লাহ ভরসা।

Boston এ অবস্হানরত তার বড় চাচা Harvard University এর খন্ডকালীন অধ্যাপক ও রাজশাহী ক্যাডেট কলেজের ক্যাডেট 1 শেখ আব্দুল হামিদ বাবলু এবং সব থেকে ছোট চাচা University of Massachusetts, Boston এর অধ্যাপক এ হাবিব ডালু উভয়েই ফারিয়াহকে তাদের বাসায় রাখতে চায় বলে এ ব্যাপারে একটি প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে, যদিও প্রথম বছর Dorm এ থাকতে হয়! মেয়ের জন্য সবার কাছে দোয়ার আবেদন করেছেন টাবলু আব্দুল হানিফ।