মহাকাশে বিচরণের নতুন অভিজ্ঞতা অর্জন করলেন দুই নভোচারী। তারা মহাকাশে ‘হেঁটে’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) একটি অ্যান্টেনাও পরিবর্তন করেছেন। গত বৃহস্পতিবার প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে কাজটি সম্পন্ন করেছেন টমাস মার্শবার্ন ও কায়লা ব্যারন নামের দুই মহাকাশযাত্রী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, কাজটি একটু ঝুঁকি নিয়েই করা হয়েছে।
এদিকে সপ্তাহখানেক আগেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ধ্বংসাবশেষ কক্ষপথে ঘুরছে।
৬১ বছর বয়সী টমাস মার্শবার্ন এর আগেও চারবার মহাকাশে ‘হেঁটেছেন’। তবে ৩৪ বছর বয়সী নারী মহাকাশযাত্রী কায়লা ব্যারনের কাছে এটা নতুন অভিজ্ঞতা বলে রয়টার্স সূত্র জানিয়েছে।