ভারতের মহারাষ্ট্র থেকে ৪০ জন বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। অবৈধভাবে অবস্থানের দায়ে ঙ্গলবার (৩০ নভেম্বর) মুম্বাই থেকে তাদের আটক করা হয়। বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।
ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, মুম্বাইয়ের ভিওয়ান্ডি শহর ও এর আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়।
ভিওয়ান্ডি শহরের জোন-২-এর ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) যোগেশ চভন জানিয়েছেন, আটকদের কাছ থেকে জাল পাসপোর্ট ও পরিচয়পত্র জব্দ করা হয়েছে। আটক বাংলাদেশিরা ভারতের বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, আটকের পর তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে এবং বিদেশি নাগরিক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, আটক বাংলাদেশিরা ভুয়া নথিপত্রে মুম্বাই, গুজরাট এবং ভিওয়ান্ডির বিভিন্ন ঠিকানা ব্যবহার করেছিলেন। এ ছাড়া তারা রেশন কার্ডও তৈরি করে ফেলেছিলেন। এর মাধ্যমে রাজ্যের তারাও রাজ্যের সামাজিক সুরক্ষার সুবিধা ভোগ করছিলেন বলে অভিযোগ উঠেছে।