কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বর্ষা মাদরাসা ক্যাটাগরিতে জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। স্বরেয়া হোসেন বর্ষা উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল গ্রামে দূরন্ত শিশু একাডেমির প্রতিষ্ঠাতা আফজাল হোসেন আজমের একমাত্র মেয়ে।
গত ২৫মে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এর কিশোরগঞ্জ জেলার উদযাপন কমিটি কর্তৃক ঘোষিত জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী ( মাদ্রাসা) ক্যাটাগরিতে বর্ষাকে নির্বাচিত করে নাম ঘোষনা করেন। বর্ষা উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দাউদপুর বানাইল আলীম মাদ্রাসার দাখিল পরিক্ষার্থী। বর্ষা উপজেলা পর্যায়ে গেলো সপ্তাহে শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়ে জেলায় অংশগ্রহণ করে। ইতিপূর্বে বর্ষা ২০১৭ ও ২০১৯ সালে উপজেলায় শ্রেষ্ট শিক্ষার্থী নির্বাচিত হয়েছিল।
পড়াশোনার পাশাপাশি বর্ষা বিগত বছরগুলোতে উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে সেরা জাতীয় সংগীত কন্ঠ,সেরা রচনালেখক,সেরা বিজয়ফুল নির্মাতার খেতাব অর্জন করে।৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত বর্ষা আগামী দাখিল পরীক্ষাতে আরোও ভালো ফলাফল করার সকলের কাছে দোয়া চেয়েছেন।