শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার লাভ করল যেসব প্রতিষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক

    ৩০ মে, ২০২২ ০৮:৫০ পূর্বাহ্ন

    জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার লাভ করল যেসব প্রতিষ্ঠান

    উচ্চ উৎপাদনশীলতা ও পণ্যের গুণগতমান বজায় রাখার মাধ্যমে শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মোট ২৬টি প্রতিষ্ঠান  ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছে। রোববার (২৯ মে) শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা।

    হুমায়ুন তার বক্তৃতায় আশা প্রকাশ করেন যে এই ধরনের পুরস্কার ও স্বীকৃতির মাধ্যমে নতুন চিন্তার উন্মেষ ঘটবে, যা উৎপাদন প্রক্রিয়ায় মানবসম্পদ, মেশিন ও অন্যান্য উপকরণের দক্ষ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই পুরস্কার পাওয়ার পর সংগঠনগুলো একবিংশ শতাব্দীর চাহিদা পূরণে সক্ষম হবে।

    শিল্প মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) পাঁচটি বিভাগে ‘ন্যাশনাল  প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ পুরস্কার দিয়েছে। সংস্থাটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড-২০২০’ও দিয়েছে।
    বৃহৎ শিল্পের মধ্যে, কোকা-কোলার বোতলজাতকরণ উদ্যোগ ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড খাদ্য খাতে প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাণের উদ্যোগ হবিগঞ্জ এগ্রো লিমিটেড দ্বিতীয় পুরস্কার পেয়েছে।

    ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড বড় মাপের ইঞ্জিনিয়ারিং ফার্মগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে রিয়েল এস্টেট নির্মাতা শেলটেক দ্বিতীয় এবং রানার অটোমোবাইলস তৃতীয় পুরস্কার জিতেছে।
    পরিষেবা বিভাগে, নিটল ইন্স্যুরেন্স, মীর টেলিকম এবং ডিজিকন টেকনোলজিস যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে।
    আইটি ফার্মগুলির মধ্যে, শুধুমাত্র সার্ভিস ইঞ্জিন লিমিটেড তার উৎপাদনশীলতা এবং গুণমানের শ্রেষ্ঠত্বের জন্য সরকার কর্তৃক স্বীকৃত।
    রাসায়নিক ক্যাটাগরির অধীনে- প্রিমিয়ার সিমেন্ট মিলস, কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) এবং স্কয়ার টয়লেট্রিজ বৃহৎ রাসায়নিক শিল্প ক্যাটাগরিতে যথাক্রমে শীর্ষ তিনটি পুরস্কার জিতেছে।

    মাঝারি আকারের শিল্পগুলোর মধ্যে, আরএফএল গ্রুপের বৈদ্যুতিক ট্রান্সফরমার উৎপাদন উদ্যোগ সিলভান টেকনোলজিস লিমিটেড একমাত্র পুরস্কার জিতেছে, যেখানে মাসকোটেক্স লিমিটেড প্রথম, আর মাঝারি টেক্সটাইল এবং পোশাক শিল্পের মধ্যে ইনডেক্স এক্সেসরিজ দ্বিতীয় হয়েছে।
    মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন মিড-সাইজ আইটি ফার্ম বিভাগে একমাত্র পুরস্কার জিতেছে।

    মিড-কেমিক্যাল ক্যাটাগরিতে বিআরবি পলিমার ও জিএমই এগ্রো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পুরস্কার জিতেছে।
    ক্ষুদ্র ও কুটির শিল্পে ঢাকাভিত্তিক আহমেদ ফুড প্রোডাক্টস, তোহফা এন্টারপ্রাইজ এবং জারমার্টজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছে।
    মাইক্রো ইন্ডাস্ট্রিজের মধ্যে একমাত্র পুরস্কার জিতেছে নারায়ণগঞ্জভিত্তিক সুপার স্টার ইলেকট্রনিক্স।

    ইস্টার্ন টিউবসকে  এই পুরস্কারপ্রাপ্ত একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করা হয়েছে।
    এছাড়া ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ‘ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২০’ জিতেছে।




    সাতদিনের সেরা খবর

    সাফল্য - এর আরো খবর