শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শ্রীলংকায় ফের জরুরি অবস্থা জারি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ মে, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন

    শ্রীলংকায় ফের জরুরি অবস্থা জারি

    ফের জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলংকায়। তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জরুরি অবস্থার ঘোষণা দেন। শুক্রবার মধ্যরাত থেকে তার এ ঘোষণা কার্যকর হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভ তীব্রতর রূপ নেয়ায় এ নিয়ে পাঁচ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থার ঘোষণা দিলেন গোতাবায়া রাজাপাকসে।

    এর আগে দেশটির ট্রেড ইউনিয়নগুলোর আহ্বানে শুক্রবার দেশজুড়ে ধর্মঘট পালন করে বিভিন্ন পেশাজীবী ও সাধারণ নাগরিকরা। ধর্মঘটে সাড়া দিয়ে শ্রীলংকাজুড়ে বন্ধ হয়ে যায় হাজার হাজার দোকানপাট, স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান।

    সূত্রমতে, বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতি পার করছে শ্রীলংকা। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে গণবিক্ষোভ ক্রমেই জোরদার হচ্ছে। এর মধ্যেই অর্থনৈতিক পরিস্থিতিও দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। দেশটির অর্থমন্ত্রী চলতি সপ্তাহেই জানিয়েছেন, শ্রীলংকার হাতে এখন ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে এসেছে মাত্র ৫ কোটি ডলারে।

    রিজার্ভের এ সংকটের কারণে খাদ্য, ওষুধ, জ্বালানিসহ প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না দেশটি। দেশটির বর্তমান দুর্গতির জন্য রাজাপাকসে পরিবারের নিয়ন্ত্রণাধীন সরকারকেই দায়ী করছে শ্রীলংকার সাধারণ জনগণ।

    রাজাপাকসেবিরোধী বিক্ষোভ তীব্র হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে শুক্রবার আবারো জরুরি অবস্থা জারি করে শ্রীলংকা সরকার। এ প্রসঙ্গে দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এ সিদ্ধান্ত নিয়েছেন।




    আন্তর্জাতিক - এর আরো খবর